তোমাদের রানী আজকের পর্ব
তোমাদের রানী সিরিয়াল আজকের পর্ব, তোমাদের রানী আজকের পর্ব ফুল এপিসোড, tomader rani today episode, tomader rani ajker porbo, tomader rani ajker episode
তোমাদের রানী আজকের পর্ব ২৮ জুন |
পিকলুর ঘরে যে তিনজন পিকলুকে মারতে ঢুকেছিল রানি সেখানে ছুটে এসে তিন জনকে বেধড়ক মারধর করে দু জন সেখান থেকে পালিয়ে গেলে রানি একজনকে টানতে টানতে নার্সিংহোমে স্টোর রুমে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। সেই লোকটি রানিকে বলে তুমি আমাকে ছেড়ে দাও। না হলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রানি বলে যে তোমরা যা ক্ষতি করার করে দিয়েছ আমার সাথে আমার স্বামীর দূরত্ব বাড়িয়ে দিয়েছ। আচ্ছা আমার স্বামী আমাকে ডিভোর্স পর্যন্ত দিতে চায়। কোন ভয় দেখিয়ে লাভ নেই। আমায় আমার এখন জানার বাকি।যদি আমার সাথে এরকম শত্রুতা করল আর বলে যে তোমাকে দিয়ে এ সব করাচ্ছে বলো আমি শুধু নামটা জানতে চাই সেই লোকটি বলে আমাদেরকে দিয়ে এ সব করাচ্ছে তুমি কিছু জানতে পারবে না। শুধু 1:00 কথাই পিত্রোদাকে আমাদের হাতে তুলে দিন। আমাদের শত্রু আজ নয়, কাল ও আমাদের হাতেই মরবে রানি বলে যে ও যদি তোমাদের শত্রু হয় তাহলে আমাকে 1212 মারার চেষ্টা কেন করছিলে এই প্রফেশনে নতুন বুঝি আর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কি করে ব্যাঁকাতে হয় সেটা আমি ভাল করে জানি এই বলে রানি স্টোর রুমের দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়।ওদিকে সেনগুপ্ত বাড়িতে পিঙ্কি সবাইকে বলে যে আমার ঘর থেকে ডিভোর্সের পেপারটা চোরে চুরি করে নিয়ে পালিয়েছে। এই কথা শুনে অনেকেই খুশি হয়ে যায়। এদিকে দুর্জয় রানিকে বলে যে তুমি সিক্রেটলি। তোমার এক্স বয়ফ্রেন্ড চিকিৎসা করছো। হসপিটালের প্রোটোকল ভেঙে তুমি এই সব করেছ উত্তর দাও এই নিয়ে চিত্কার চেঁচামেচি করে রানি দুর্জয়কে বলে আজ তোমারই দিন একদিন আমারও দিন আসবে দুর্জয় রেগে গিয়ে আবার কাছে গিয়ে বলে আপনি সাসপেন্ডেড এই কথা শুনে রাণী দুর্জয়কে বলে যা করার আমি করেছি।আবাদিকে শাস্তি দিও না যা শাস্তি দেওয়ার আমাকে দাও দুর্জয় বলে শাস্তি তো তুমি পাবেই ডিভোর্স।