অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড, anurager chowa today episode, anurager chowa ajker porbo, anurager chowa ajker episode
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৭ জুন |
দীপা আর জয় হাসতে শুরু করলে ঊর্মি বলে এ সবের মানে কি? তখনই দীপা বলে ইরাকি করতে চাইছে কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে সেটা জানতে আমরা একটা প্ল্যান করেছি। অন্যদিকে ইরা চোখে জল নিয়ে পালককে বলে আমার জন্য শুধু শুধু ওদের মধ্যে ঝগড়া বা লোক বলে তোমার কোনও দোষ নেই। এরা তারপরে পালক কে প্রণাম করে বলে, তুমি আমাকে আশীর্বাদ করো দিদি আর আমি নিজে উদ্দেশ্যে যেন সফল হই। অন্যদিকে দীপা ঊর্মিকে বলে তোরা দু জনে ওখানে যাবি আর 24 ঘণ্টা।তার উপরে নজর রাখছি। তখনই ঊর্মি জিজ্ঞেস করে তুই যাবি না। দীপা বলে আমি যাব না সেটা হয় নাকি একটু পরে সকাল বেলা যখন এরা দেখতে পারে সূর্য নিজের ঘরে নিয়ে এখনই ব্যালকনিতে এসে দেখতে পারে দীপার কাছে সূর্য কান্নাকাটি করে বলছে, আমি ওই মেয়েটার সঙ্গে একা একা কোথাও যাব না। দীপা তখন সূর্যকে সামলাতে পারে না। তারপরে বলে আমি যাব না সেটা হয় নাকি তবে ইরা যা যা বলবে আপনি কিন্তু তাই তাই করিনার মুখে এ রকম 1:00 কথা শুনে ইরা।একটু হলেও বুঝতে পেরে যায় যে দীপা নিশ্চয়ই কিছু 1:00 প্ল্যান করছে তার পরে রেডি হয়ে যায়। বেরনোর জন্য এসে দীপাকে খুঁজতে থাকলে তখনই ইরা সূর্যকে কাছে ডেকে বলে ও তোমাকে মিথ্যা কথা বলেছে ও কিন্তু আমাদের সঙ্গে যাবে না। তখন সূর্য প্রচণ্ড ওয়ালেট হয়ে গিয়ে সবার সঙ্গে ঝগড়া করতে করতে বলে। ওই মেয়েটা দীপা আমার সঙ্গে যাবে না। অনুজা তার পরে দীপাকে দোষারোপ করে বলে তুমি সূর্য কে কেন বলেছ তুমি ওর সঙ্গে যাবে দীপা৷ বলে, আমি এটা না বললে উনি কখনও রাজি হতেন না এঁরা মনে মনে ভাবে।আমাকে ফাঁসাতে চেয়েছিলেন তাই না এই 12 দেখো আমি তোমাকে কী ভাবে ফাঁসিয়ে ছাড়া সূর্য যাওয়ার জন্য একেবারে রাজি হচ্ছে না। দেখে প্রবীর বাধ্য হয়ে দীপাকে বলে তোকে ওর সঙ্গে যেতে হবে না। দীপাকে বলে চলো না দিদি আমাদের সঙ্গে আমরা দুই বোন মিলে সবটা সামলে নেব। দীপা ভাবে ইরাকে তাহলে সবটা জেনে গেল, তাহলে কি আমার ওখানে যাওয়াটা ঠিক হবে সে সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছে৷ একটু পরে লাবণ্য বাড়িতে আসে আর সবাইকে সাফ জানিয়ে দেয় যে সূর্য এই বাড়ি থেকে কোথাও যাবে না, এক সময় পড়াশোনায় কতটা ভাল ছিল।সেটা নিয়ে বাড়িতে সবাই আলোচনা করে যখন দেখতে পারে সূর্য এক মনে পড়তে বসে গেল তার পরে ঊর্মি বলে আমার দিদিও পড়াশোনায় অনেক ভালো৷ ছিল এসব কিছু শুনে এঁরা মনে মনে ভাবে দু ফোঁটা জল তো আমিও করতে পারতাম। কিন্তু এই খেলাটাকে আমি আমার হাত থেকে কোনও ভাবেই বেরোতে দেবোনা।