নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট এবং টিউশন ফি জেনে নিন

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট এবং টিউশন ফি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং সবসময় প্রথম তালিকাতেই থাকে। অনেকেরই স্বপ্ন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়া। আজকের এই লেখাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি টিউশন ফি নিয়ে আলোচনা করা হবে । 


নর্থ সাউথ ইউনিভার্সিটি,নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস,nsu pohela falgun program(নর্থ সাউথ ইউনিভার্সিটি পহেলা ফাল্গুন),নর্থ সাউথ ইউনিভার্সিটি খরচ,নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,নর্থ সাউথ,সাবজেক্ট প্রতি খরচ নর্থ সাউথ ইউনিভার্সিটি,নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুর্নীতি,নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস এর আদব-কেতা,২০২৩ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তির আপডেট,নথ সাউথ ইউনিভার্সিটি,নর্থ সাউথে আর্থিক অনিয়ম
নর্থ সাউথ ইউনিভার্সিটি


নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট  এবং খরচ 

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট 

ইঞ্জিনিয়ারিং & ফিজিক্যাল সাইন্সেস
  • ব্যাচেলর অফ আর্কিটেকচার
  • বি এস ইন সিভিল & এনভায়রনমেন্টাল
  • ইঞ্জনিয়ারিং (সিইই)
  • বি এস ইন কম্পিউটার সাইন্স & ইঞ্জিনিয়ারিং (সিএসই)
  • বি এস ইন ইলেকট্রিক্যাল & ইলেকট্রনিক 
  • ইঞ্জিনিয়ারিং (ইইই)
  • বিএস ইন ইলেকট্রনিক & টেলিকম
  • ইঞ্জিনিয়ারিং (ইটিই)

হেলথ & লাইফ সায়েন্স 
  • বি এস ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি 
  • বি এস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স & ম্যানেজমেন্ট
  • বি এস ইন মাইক্রোবায়োলজি
  • বি ফরম প্রফেশনাল 

বিজনেস & ইকোনমিকস
  • বিবিএ মেজর ইন একাউন্টিং 
  • বিবিএ মেজর ইন ইকোনমিকস 
  • বিবিএ মেজর ইন এন্ট্রিপ্রেনেউরশিপ
  • বিবিএ মেজর ইন ফাইন্যান্স 
  • বিবিএ মেজর ইন হিউম্যান রিসোর্স ম্যানজমেন্ট
  • বিবিএ মেজর ইন ইন্টারন্যাশনাল বিজনেস 
  • বিবিএ মেজর ইন ম্যানেজমেন্ট 
  • ইনফরমেশন সিস্টেম
  • বিবিএ মেজর ইন মার্কেটিং 
  • বিবিএ মেজর ইন সাপ্লাই চেইন 
  • ম্যানেজমেন্ট
  • বিবিএ জেনারেল
  • বি এস ইন ইকোনমিকস

হিউম্যানিটিস & সোশ্যাল সাইন্স
  • বি এ ইন ইংলিশ 
  • ব্যাচেলর অফ লাওস (এলএলবি)
  • বি এস এস ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম (এমএজে)

নর্থ সাউথ ইউনিভার্সিটি টিউশন ফি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিএসই পড়ার খরচ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিএসসি তে গ্রাজুয়েশনের জন্য মোট ১৩০ ক্রেডিট সম্পন্ন করতে হয়। 

প্রতি ক্রেডিট টিউশন ফি ৬৫০০ টাকা। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিএসই পড়ার খরচ ১০১৬০০। 


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার খরচ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিবিএ তে গ্রাজুয়েশনের জন্য মোট ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হয়। 

প্রতি ক্রেডিট টিউশন ফি ৬৫০০ টাকা। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিবিএ  পড়ার খরচ ৯০৬০০০ টাকা । 


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ার খরচ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মেসি তে গ্রাজুয়েশনের জন্য মোট ১৯৯ ক্রেডিট সম্পন্ন করতে হয়। 

প্রতি ক্রেডিট টিউশন ফি ৬৫০০ টাকা। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মেসি পড়ার খরচ ১৪৭৯৫০০ টাকা। 


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার খরচ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে গ্রাজুয়েশনের জন্য মোট ১৩০ ক্রেডিট সম্পন্ন করতে হয়। 

প্রতি ক্রেডিট টিউশন ফি ৬৫০০ টাকা। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন পড়ার খরচ ১০১৬০০০ টাকা। 


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ার খরচ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিষয়ে গ্রাজুয়েশনের জন্য মোট ১৩০ ক্রেডিট সম্পন্ন করতে হয়। 

প্রতি ক্রেডিট টিউশন ফি ৬৫০০ টাকা। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইংরেজি পড়ার খরচ ৯২৫৫০০ টাকা। 


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

এসএসসি এবং এইসএসসি দুইটা পরীক্ষার রেজাল্ট মিলে জিপিএ ৮ পয়েন্ট এবং এসএসসি ও এইসএসসি তে পৃথকভাবে সিজিপিএ ৩.৫ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হতে চাইলে গনিত এবং পদার্থবিজ্ঞানে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। 
আবেদন করার পড়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। 

নর্থ সাউথ ইউনিভার্সিটি ঠিকানা

বসুন্ধরা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
+880-2-55668200 | ফ্যাক্স: +880-2-55668202
registrar@northsouth.edu

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন