প্রশ্ন - তদ্ভব শব্দ কাকে বলে?
উত্তর - যেসকল শব্দ সংস্কৃত ভাষা হতে উৎপন্ন হয়ে প্রাকৃত ভাষার স্তরে পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন রুপে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সেই সকল শব্দকে তদ্ভব শব্দ বলা হয়। এই তদ্ভব শব্দ গুলো খাঁটি বাংলা শব্দ হিসাবে গণ্য। যেমন- চর্মকার > চম্ময়ার > চামার।