ভাজ্য, ভাজক ,ভাগফল, ভাগশেষ কী?

ভাজ্য, ভাজক ,ভাগফল, ভাগশেষ  কী? 



ভাজ্য : যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। 

ভাজক: যে সংখ্যা  দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। 

ভাগফল:  ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। 

ভাগশেষ: ভাগের পর যে সংখ্যাটি অবশিষ্ট পড়ে থাকে তাকে ভাগশেষ বলে। 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন