প্রশ্ন - তথ্য ও উপাত্ত বলতে কি বুঝ?
উত্তর - উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক। সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বলে। অন্যদিকে উপাত্তকে প্রক্রিয়াকরণ করে যে অর্থপূর্ণ ফল পাওয়া যায় তাকে তথ্য বলে। তথ্য একটি সমম্বনিত ধারণা। সব তথ্য উপাত্ত হতে পারে। কিন্তু সব উপাত্ত তথ্য নয়।