বিদায় অনুষ্ঠানের বক্তব্য বাংলা

বিদায় অনুষ্ঠানের বক্তব্য

বিদায় অনুষ্ঠানে বক্তব্য,বিদায় অনুষ্ঠানের বক্তব্য,বিদায় অনুষ্ঠানের ভাষণ,বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা স্ক্রিপ্ট,বিদায় অনুষ্ঠান,বিদায়ী বক্তব্য,বিদায় অনুষ্ঠান,বিদায় অনুষ্ঠানের বক্তব্য,কিভাবে বক্তব্য দিব,বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা,বিদায় কবিতা,ssc বিদায় অনুষ্ঠানের বক্তব্য,বিদায় অনুষ্ঠানের বক্তব্য মাদ্রাসা,কিভাবে বিদায় অনুষ্ঠানের বক্তব্য দেব,বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য,বিদায় অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য,ssc বিদায় অনুষ্ঠানের বক্তব্য
বিদায় অনুষ্ঠানের বক্তব্য

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আমার বিদায়ী বক্তব্যের শুরুতেই মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সহপাঠী সম্মানিত সুধীজন সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ভালোবাসা। আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাবিধুর, দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। তবে এই বিদায় একদিকে যেমন বেদনার তেমনি অন্যদিকে সম্ভাবনার। কারন এই চলে যাওয়া সামনের আরো উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। আমরা এই বিদায়ে নতুন দিনের আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। সম্ভাবনার আলোকে নতুন হরেক পথ আমরা সংকল্প করছি। আমরা এখানে একটি অধ্যায় শেষ করছি, কিন্তু আমাদের আগামীকাল একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি নিশ্চিতভাবে বিদায়ের দিন, তবে আমরা বিশ্বাস রাখি যে এই বিদায় আমাদের জন্য নতুন শুরুর অংশ হবে।  আমরা আগামীকাল নতুন সময়ের সাথে সাথে আগ্রহী হয়ে ওঠব। আজকের দিনটিতে আমার মনে পড়ছে এই তো সেদিন আমরা নবীন ছিলাম, আমাদেরকে বরন করার জন্য যেনো সাজ সাজ রবে ভরে উঠেছিলো বিদ্যালয়ের প্রাঙ্গণ। আজ হাটি হাটি পা পা করে এই বিদ্যালয়ে আমরা অগ্রজ হয়ে উঠেছি, আমাদের বিদায় নেবার সময় হয়েছে। আমার সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার চরনখানি বারবার মনে পড়ছে আজ

এসেছে নতুন শিশু, তাকে

ছেড়ে দিতে হবে স্থান;

জীর্ণ পৃথিবীতে ব্যর্থ,

 মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে

চলে যেতে হবে আমাদের।

 

চলে যাব- তবু আজ যতক্ষণ

দেহে আছে প্রাণ প্রাণপণে

 পৃথিবীর সরাব জঞ্জাল,

 

বিশ্বকে শিশুর বাসযোগ্য

 'রে যাব আমি নবজাতকের কাছে

  আমার দৃঢ় অঙ্গীকার।


এই বিদ্যালয়ের দীর্ঘ সময়ের পরিক্রমায় শিক্ষকদের যে ভালোবাসা সহযোগিতা পেয়েছি তা অনন্য, সময়ে সময়ে পেয়েছি কড়া শাসন যে আমরা আমাদের পথ থেকে বিচ্যুত না হই। আমাদের শিক্ষগণ আমাদের প্রতি যথেষ্ট দায়িত্ববান ছিলেন।  আমাদের শিক্ষকগণ যে প্রান্তিক পর্যাপ্ত সময় ধরে আমাদের দিয়েছেন, সেই সময় আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সম্ভাবনায় পরিণত হয়ে উঠবে। আমাদের সম্মানিত শিক্ষকেরা যে সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন মানুষের মতো মানুষ হয়ে দেশসেবায় নিয়োজিত হতে পারি সেই স্বপ্নের মর্যাদা আমরা আমাদের হৃদয়ে বহন করছি। যেনো এই বিদ্যালয় শিক্ষকদের সম্মান রাখতে পারি তার জন্য সকলের কাছে আকুল চিত্তে দোয়া চাইছি। শিক্ষার জ্যোতি আমরা সবাই আগামীকালের দিকে ছাড়ব। আপনারা আমাদের প্রার্থনায় রাখবেন। আমার যারা সহপাঠী রয়েছেন, যারা অনুজ ভাই বোন রয়েছেন তাদের সাথে দীর্ঘদিনের স্মৃতি সহজেই ভুলে যাবার নয়। শিক্ষার পথে আমরা অবিচলিত এগিয়ে যাব। সমৃদ্ধির মাধ্যমে আমরা সবাই উন্নতির উড়ানে উঠব। আমরা গর্বের সাথে উঠব, আগামীর প্রতিশ্রুতি নিয়ে প্রগতি করব। আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের পথ যাতে সর্বদা আলোকিত থাকে, সেই বিচারে যাওয়া উচিত। সকলের প্রতি আমার ভালোবাসা শুভ কামনা। বিদায়ে প্রেম আনন্দে আমরা সবাই একসাথে থাকব। পরিশেষে আজকের এই বিদায়ের ঘনঘটায় সম্মানিত অতিথিবৃন্দ,সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় সহপাঠী স্নেহের অনুজ সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কবি কুমুদরঞ্জন মল্লিকের একটি কবিতার প্রিয় দুটি চরন দিয়ে -

         হয়তো আমার পথে আর হবে নাকো আসা

          দুয়ারে যাই রোপন করে বুকের ভালোবাসা।


ধন্যবাদ সবাইকে।


আরও পড়ুন - Top 10 Private University in Bangladesh for Pharmacy



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন