প্রশ্ন - পদার্থ কাকে বলে?
উত্তর - যার ওজন আছে, ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধাঁ সৃষ্টি করে এবং যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাকে পদার্থ বলে। যেমন-মাটি, পানি, বায়ু।
অবস্থাভেদে পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো-
১.কঠিন পদার্থ।
২.তরল পদার্থ।
৩.বায়বীয় / গ্যাসীয় পদার্থ।
উৎপাদনভেদে পদার্থ আবার ২ প্রকার। যথা-
১. মৌলিক পদার্থ
২. যৌগিক পদার্থ