প্রশ্ন - ইবাদত কাকে বলে?
উত্তর - ইবাদত একটি আরবি শব্দ। ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা,বিনয়ী হওয়া, দাসত্ব করা, উপসনা করা।ইসলামিক পরিভাষায় দৈনন্দিন জীবনের সব কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধি-বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়।ইবাদত মানে আল্লাহর হুকুম পালন করা।