ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর
প্রাইভেট ব্যাংক গুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আজ আমরা ন্যাশনাল ব্যাংকের ফিক্স ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর:
ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায়, গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড স্থায়ীভাবে রাখা। ন্যাশনাল ব্যাংক এফডিআরের আকর্ষণীয় মুনাফা প্রদান করে থাকে। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলে গ্রাহক আকর্ষণীয় মুনাফাসহ মূলধন ফেরত পায় ।
ন্যাশনাল ব্যাংকের এফডিআরের বৈশিষ্ট্যসমূহ:
- ন্যাশনাল ব্যাংকের এফডিআরের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয়ভাবে পুনঃ চালু করণ বা আটোরেনুয়াল । অর্থাৎ মেয়াদপূর্তির পরেও গ্রাহক এফডিআরের টাকা উত্তোলন না করলে এফডিআর একাউন্টের স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।
- একক ও যৌথ একাউন্ট খোলার সুবিধা।
- একজন ব্যক্তি চাইলে একাধিক এফডি একাউন্ট খুলতে পারেন।
- ন্যাশনাল ব্যাংকের এফডিআরের অন্যতম একটি বৈশিষ্ট্য এসওডি লোন সুবিধা । গ্রাহক জমাকৃত টাকার বিপরীতে ৯০% পর্যন্ত এসওডি লোন সুবিধা পেয়ে থাকেন। এই এসওডি লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর ।গ্রাহক চাইলে ইএমআই পদ্ধতিতেও এই লোন পরিশোধ করতে পারবেন।
- মেয়াদপূর্তির পূর্বে নগদকরণ সুবিধা। অর্থাৎ বিশেষ প্রয়োজনে আপনি চাইলে মেয়াদপূর্তির পূর্বে এফডিআরটি ভেঙ্গে অর্থ উত্তোলন করতে পারবেন।
ন্যাশনাল ব্যাংক এফডিআরে কত দিন মেয়াদে কত টাকা মুনাফা প্রদান করে:
ন্যাশনাল ব্যাংক এফডিআরে মুনাফা |
- ন্যাশনাল ব্যাংক ১ মাস মেয়াদী এফডিআরের যেকোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৫.৫০%।
- ন্যাশনাল ব্যাংক ৩ মাস মেয়াদী এফডিআরের যেকোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৬.৫০%।
- ন্যাশনাল ব্যাংক ৬ মাস মেয়াদী এফডিআরের যেকোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৬.৭৫%।
- ন্যাশনাল ব্যাংক ১ বছর মেয়াদী এফডিআরের যেকোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৭.২৫%।
- ন্যাশনাল ব্যাংক ২ ও ৩ মেয়াদী এফডিআরের যেকোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৭.২৫%।
অর্থাৎ ন্যাশনাল ব্যাংক এক বছর বা তদুর্ধ্ব মেয়াদে মুনাফা প্রদান করে এফডিআরের যেকোন পরিমাণ টাকায় ৭.২৫%। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এফডিআর মেয়াদপূর্তির পূর্বে ভেঙ্গে ফেলেলে মুনাফার হেরফের হবে।
গ্রাহক ট্যাক্স কর্তনের পর আপনি কত টাকা মাসিক মুনাফা পাবেন?
ন্যাশনাল ব্যাংক এফডিআর |
৭.২৫ % মুনাফায় ১ লক্ষ টাকায় এক বছরে গ্রাহক টেক্স কর্তনের পূর্বে বছরে পাবেন ৭,২৫০ টাকা। মাসিক পাবেন ৬০৫ টাকা ট্যাক্স কর্তনের আগে । আপনার টিন সার্টিফিকেট থাকলে ১০% ট্যাক্স কর্তনের পর আপনি নিট মুনাফা পাবেন ৫৪৫ টাকা । আপনার যদি টিন সার্টিফিকেট না থাকলে ১৫% ট্যাক্স কর্তনের পর পবেন ৫ ১৫ টাকা মাসিক ।
আরও পড়ুন - ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট
ন্যাশনাল ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করতে কি কি ডকুমেন্ট লাগে?
- অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা বৈধ পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি ।
- ঠিকানা প্রমাণের জন্য একাউন্ট হোল্ডারের বিদ্যুৎ বিল বা পানির বিল বা গ্যাস বিলের ফটোকপি।
- একাউন্ট হোল্ডারের ২ কপি ছবি সদ্য তোলা ছবি।
- মনোনীত নমিনির বৈধ এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি ।
- মনোনীত নমিনির ১ কপি সদ্য তোলা ছবি।
- ই-টিন সার্টিফিকেট যদি থাকে ।