কৃষি ব্যাংক এক লক্ষ টাকায় ফিক্সড ডিপোজিটে কত টাকা মুনাফা দেয়

নতুন একটা  লেখাতে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলাদেশ  কৃষি ব্যাংকের ফিক্স ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।


বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর

ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায়, গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড স্থায়ীভাবে রাখা। বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআরের আকর্ষণীয় মুনাফা প্রদান করে থাকে। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলে গ্রাহক আকর্ষণীয় মুনাফাসহ মূলধন ফেরত পায় ।


বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআরের বৈশিষ্ট্যসমূহ


১) বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআরের অন্যতম বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালুকরণ। অর্থাৎ মেয়াদপূর্তির পরেও গ্রাহক এফডিআর এর টাকা উত্তোলন না করলে এফডিআর একাউন্টের স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে। 

২) একক ও যৌথ একাউন্ট খোলার সুবিধা। একজন ব্যক্তি চাইলে একাধিক এফডি একাউন্ট খুলতে পারেন। 

৩) বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর এর অন্যতম একটি বৈশিষ্ট্য  এসওডি লোন সুবিধা ।  গ্রাহক জমাকৃত টাকার বিপরীতে  ৮০% পর্যন্ত এসওডি লোন সুবিধা পআবেন । এই এসওডি লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর ।গ্রাহক চাইলে ইএমআই পদ্ধতিতেও এই লোন পরিশোধ করতে পারবেন। 

৪) মেয়াদপূর্তির পূর্বে নগদকরণ সুবিধা। অর্থাৎ বিশেষ প্রয়োজনে আপনি চাইলে মেয়াদপূর্তির পূর্বে এমডিআরটি ভেঙ্গে অর্থ উত্তোলন করতে পারব।


 আসুন জেনে নেই, বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআরে  কত দিন মেয়াদে কত মুনাফা প্রদান করে


কৃষি ব্যাংক,বাংলাদেশ কৃষি ব্যাংক,কৃষি ব্যাংক থেকে লোন নিতে কি কি কাগজ লাগে,কৃষি ব্যাংক ডিপিএস,কৃষি ব্যাংক থেকে লোন,কৃষি লোন,কৃষি,কৃষি উন্নয়ন ব্যাংক লোন,ইসলামী ব্যাংকের কৃষি লোন,কৃষি ঋণ,ব্যাংক লোন,কৃষি ব্যাংক কি,কৃষি ব্যাংক নিয়োগ,কৃষি ব্যাংক লোন ২০২২,কৃষি ব্যাংক সিসি লোন,কৃষি ব্যাংক লোন পদ্ধতি ২০২২,কৃষি ব্যাংক ঋণ সুদের হার ২০২২,কৃষি ব্যাংক থেকে রেমিট্যান্স,কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,কৃষি ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়,কৃষি ব্যাংকে শস্য ঋনের আবেদন
বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট

১) ১ মাস  বা তদূর্ধ্ব কিন্তু ৩   মাসের কম মেয়াদী এফডিআরের  যেকোন পরিমাণ টাকায় কৃষি ব্যাংক মুনাফা প্রদান করে ৬%।

২) ৩ মাস বা তদূর্ধ্ব কিন্তু ৬  মাসের  মেয়াদী এফডিআরের কৃষি ব্যাংক  যেকোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে  ৭%। 

৩) ৬ মাস বা তদুর্ধ কিন্তু এক বছরের কম মেয়াদী এফডিআরের কৃষি ব্যাংক যেকোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৭%।

৪) ১ বছর বা তদুর্ধ কিন্তু তিন বছরের কম মেয়াদী এফডিআরের কৃষি ব্যাংক যেকোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৭%। 

অর্থাৎ জনতা ব্যাংক বর্তমানে এক মাস মেয়াদি এফডিআরের কৃষি ব্যাংক মুনাফা প্রদান করে ৬%।  তিন মাস বা তদুর্ধ্ব  মেয়াদ   থেকে  তিন বছরের কম  মেয়াদী এফডিআরে  কৃষি ব্যাংক মুনাফা প্রদান করে ৭%।এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন  এফডিআর মেয়াদপূর্তির পূর্বে ভেঙ্গে ফেলেলে মুনাফার হেরফের হবে। 


গ্রাহক ট্যাক্স কর্তনের পর কৃষি ব্যাংকে আপনি নিট কত টাকা মুনাফা পাবেন? 


কৃষি ব্যাংক,বাংলাদেশ কৃষি ব্যাংক,কৃষি ব্যাংক থেকে লোন নিতে কি কি কাগজ লাগে,কৃষি ব্যাংক ডিপিএস,কৃষি ব্যাংক থেকে লোন,কৃষি লোন,কৃষি,কৃষি উন্নয়ন ব্যাংক লোন,ইসলামী ব্যাংকের কৃষি লোন,কৃষি ঋণ,ব্যাংক লোন,কৃষি ব্যাংক কি,কৃষি ব্যাংক নিয়োগ,কৃষি ব্যাংক লোন ২০২২,কৃষি ব্যাংক সিসি লোন,কৃষি ব্যাংক লোন পদ্ধতি ২০২২,কৃষি ব্যাংক ঋণ সুদের হার ২০২২,কৃষি ব্যাংক থেকে রেমিট্যান্স,কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,কৃষি ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপায়,কৃষি ব্যাংকে শস্য ঋনের আবেদন
বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট

৭%  মুনাফায় ১ লক্ষ টাকায় এক বছরে গ্রাহক টেক্স কর্তনের পূর্বে পাবেন  ৭,০০০ টাকা। ট্যাক্স পতনের পূর্বে মাসিক পাবেন ৫৮৪  টাকা। গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে ১০% ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবেন ৫২৪ টাকা । গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে ১৫% ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবেন ৪৯৬ টাকা । 


আরও পড়ুন - ১ লক্ষ টাকায় জনতা ব্যাংক কত টাকা লাভ দেয়


কৃষি ব্যাংকে  এফডিআর  অ্যাকাউন্ট করতে  কি কি ডকুমেন্ট লাগে? 

অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা বৈধ পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি ।

ঠিকানা প্রমাণের জন্য একাউন্ট হোল্ডারের বিদ্যুৎ বিল, পানির বিল বা গ্যাস বিলের ফটোকপি। 

একাউন্ট হোল্ডারের ২ কপি ছবি সদ্য তোলা ছবি। 

মনোনীত নমিনির বৈধ এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি । 

মনোনীত নমিনির ১ কপি সদ্য তোলা ছবি।

ই-টিন সার্টিফিকেট যদি থাকে ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন