১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে অগ্রণী ব্যাংক প্রতি মাসে কত টাকা লাভ দেয়

অগ্রণী ব্যাংক ফিক্সড ডিপোজিট

বাংলাদেশের সরকারি ব্যাংক গুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড। আজ আমরা অগ্রণী ব্যাংক এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।


অগ্রণী ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিম

এটি একটি আমানত  যা ব্যাংক এবং আমানতকারীর মধ্যে সম্মত হওয়া সময়ের মধ্যে অর্থ উত্তোলন না করার বিনিময়ে নির্ধারিত সময়ের সাথে সম্মত হওয়া। অর্থাৎ এফডিআর  উত্তোলনটি স্থায়ী আমানত যা একটি নির্দিষ্ট মেয়াদের আগে উত্তোলন না করার শর্তে ব্যাংকে রাখা হয়। 


অগ্রাণী ব্যাংক ফিক্সড ডিপোজিট,অগ্রণী ব্যাংক,অগ্রণী ব্যাংক ডিপিএস,অগ্রণী ব্যাংক অনলাইন ব্যাংকিং,অগ্রাণী ব্যাংক,অগ্রাণী ব্যাংক ডিপিএস,অগ্রণী ব‍্যাংক ডিপিএস,অগ্রণী ব্যাংক এফডিআর,অগ্রনী ব্যাংক এফডিয়ার মুনাফা ২০২৩,অগ্রণী ব্যাংক ডিপোজিট স্কিম,অগ্রনি ব্যাংক এফডিয়ার,ইসলামী ব্যাংক এফডিআর,ইসলামী ব্যাংক এফডিআর রেট,ওয়ান ব্যাংক এফডিআর,ইসলামী ব্যাংক এফডিআর ২০২৩,আল আরাফা ইসলামী ব্যাংক এফডিআর রেট,সোনালী ব্যাংক এফডিআর,অগ্রণী ব্যাং ক ডিপিএস,অগ্রণী ব্যাংক বিনিয়োগ স্কিম
অগ্রণী ব্যাংক ফিক্সড ডিপোজিট


অগ্রণী ব্যাংকের এফডিআরের বৈশিষ্ট্য:

  • একক ,যৌথ বা প্রতিষ্ঠানের নামে অগ্রণী ব্যাংকের এফডিআর খোলা যাবে । 
  • প্রযোজ্য ক্ষেত্রে সরকারি  ভ্যাট ১০% বা ১৫% পর্যন্ত আদায় করা হয়ে থাকে। 
  • যেকোনো সময় নগদায়ন করার সুবিধা। প্রযোজ্য ক্ষেত্রে সুদ প্রাপ্তি। অর্থাৎ এফডিআরটি আপনি মেয়াদপূর্তির পূর্বে ভেঙ্গে ফেললে প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে সুদ প্রদান করা হবে। 
  • নাবালকের নামে অভিভাবক এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন ।


আগ্রণী ব্যাংকের  এফডিআরের  সুদ  বা মুনাফার  হার:

  • অগ্রণী ব্যাংকে  ৩ মাস মেয়াদী  যেকোন পরিমাণ টাকা রাখলে  আপনাকে ব্যাংক  সুদ বা মুনাফা  প্রদান করবে  ৫%।
  • অগ্রণী ব্যাংকে  আপনি ৬ মাস মেয়াদী যেকোন পরিমাণ টাকা রাখলে ব্যাংক আপনাকে মুনাফা প্রদান করবে  ৫.২৫%। 
  • অগ্রণী ব্যাংকে  ১ বছর  বা তার বেশি মেয়াদী এফডিআরের যেকোন পরিমাণ টাকা জমা রাখলে আপনাকে ব্যাংক মুনাফা প্রদান করবে ৫.৫০% ।অর্থাৎ এক বছর বা তদূর্ধ্ব মেয়াদে যেকোন পরিমাণ অর্থে অগ্রণী ব্যাংক সুদ প্রদান করে ৫.৫৯%।


আগ্রণী ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট খুলতে  কি কি ডকুমেন্ট লাগে? 


অ্যাকাউন্ট হোল্ডারের বয়স ১৮ বছরের কম হলে  যে সকল  ডকুমেন্টস লাগবে:

  • অ্যাকাউন্ট হোল্ডারের জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি । 
  • স্থানীয় জনপ্রতিনিধি বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র। 
  • একাউন্ট হোল্ডারের ও একাউন্ট হোল্ডারের অভিভাবকের পাসপোর্ট সাইজের দুই কপি করে সত্যায়িত ছবি। 
  • অভিভাবকের এনআইডি বা পাসপোর্ট সত্যায়িত ফটোকপি। 
  • নমিনীনির এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। 
  • নমিনীনির এনআইডি পাসপোর্টের সত্যায়িত ফটোকপি। 


গ্রাহকের বয়স ১৮  বছর বা তার বেশি হলে:

  • গ্রাহকের অর্থাৎ অ্যাকাউন্ট  হোল্ডারের এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। 
  • ই-টিন সার্টিফিকেট যদি থাকে।  ই-টিন সার্টিফিকেট থাকলে আপনার সরকারি ভ্যাট কর্তন হবে  ১০%। আর এই টিন সার্টিফিকেট না থাকলে আপনার সরকারি ভ্যাট কর্তন হবে ১৫%। 
  • গ্রাহক অর্থাৎ একাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। 
  • নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। 
  • নমিনির এনআইডি বা পাসপোর্ট সত্যায়িত ফটোকপি। 
  • ইউটিলিটি বিলের কপি। 

এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার একটি সেভিংস একাউন্ট অবশ্যই থাকতে হবে।

এফডিআর নবায়ন:

অগ্রণী ব্যাংকের এফডিআর ৩ মাস বা ৬ মাস বা এক বছর পর নগদায়ন করা যায়। যদি কোনো কারণে গ্রাহক মেয়াদপূর্তিতে নগদায়ন না করে।  এফডিআরটি পরবর্তী তিন মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে।  এফডিআরটি যদি  অধিক সময়ের জন্য হয়। অর্থাৎ দুই থেকে পাঁচ বছরের জন্য হয় তাহলে মেয়াদ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না। 


অগ্রণী ব্যাংকের এফডিআরের নগদায়ন:

অগ্রণী ব্যাংকের এফডিআর মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করা হলে:

  • তিন মাস পূর্বে নগদায়ন করা হলে শুধু মূল টাকা ফেরত পাবে কোন মুনাফা বা সুদ পাবে না। 
  • ছয় বছর পূর্বে নগদায়ন করা হলে ।অর্থাৎ এফডিআরটি ভাঙ্গলে তিন মাসের সুদ পাবেগ্রাহক।
  • ১২ মাসের পূর্বে নগদায়ন করা হলে ছয় মাসের সুদ পাবে গ্রাহক। 
  • ২৪  মাসের পূর্বে নগদায়ন হলে গ্রাহক ১২ মাসের সুদ পাবে।
  • ৩৬ মাসে পূর্বে এফডিআর ভাঙ্গা নগদায়ন করা হলে ২৪  মাসের সুদ পাবে গ্রাহক। 
  • ৪৮ মাসের পূর্বে এফডিআর ভাঙ্গলে অথবা নগদায়ন করা হলে ৩৬ মাসের সুদ পাবে গ্রাহক। 
  • ৬০ মাসে পূর্বে গ্রাহক নগদায়ন বা এফডিআরটি ভাঙ্গলে ৪৮ মাসের সুদ পাবে। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন