অগ্রণী ব্যাংক প্রবাসী লোন

একজন প্রবাসী হিসেবে আপনি অগ্রণী ব্যাংক থেকে প্রবাসী লোন সেবা উপভোগ করতে পারবেন। অগ্রণী ব্যাংক প্রবাসী লোন পেতে হলে নিচের শর্ত পূরণ করতে হবে । 


অগ্রণী ব্যাংক প্রবাসী লোন কারা পাবেন

যাদের বিদেশে যাবার বৈধ জব ভিসা আছে কিংবা বিদেশে যেতে চাচ্ছেন তারা এই লোণের জন্য আবেদন করতে পারবেন।


কি কি শর্ত পূরণ করতে হবে

  • পাসপোট থাকতে হবে।
  • বৈধ জব ভিসা থাকতে হবে। 
  • স্বাস্থ্য পরীক্ষা থাকতে হবে।
  • Smart card থাকতে হবে। 
  • প্লেনের টিকেট থাকতে হবে।


সবগুলি শর্ত পুরুন করতে হবে এমন নয় বিদেশে যাবার বৈধ জব ভিসা থাকলে এই লোণের জন্য আবেদন করতে পারবেন।


  1. লোন আবেদন কারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে‌ । 
  2. লোনের পরিমান - ৫০,০০০ - ৩,০০,০০০ টাকা 
  3. সুধের হার ৯ % 
  4. লোন পরিশোধের সময়কাল ১৫-১৮ মাস 


অগ্রণী ব্যাংক প্রবাসী লোন,agrani bank probashi loan,অগ্রণী ব্যাংক,প্রবাসী ব্যাংক লোন,ব্যাংক লোন,প্রবাসী লোন,সহজে ব্যাংক লোন
অগ্রণী ব্যাংক প্রবাসী লোন চার্ট 


অন্যান্য শর্তাবলী

  • মাসিক কিস্তিতে লোণ পরিশোধ করতে হবে
  • ব্যাংক এ সঞ্চয়ী হিসাব খুলতে হবে |
  • Guarantor লাগবে।
  • পিতা/মাতা/ভাই/বোন কে Guarantor দেয়া যাবে |
  • আবেদনকারীর personal guarante দিতে হবে |


অগ্রণী ব্যাংক প্রবাসী লোন এর জন্য কি কি কাগজপত্র লাগে

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি |
  • আবেদনকারীর ভোটার আই ডি কার্ড / পাসপোর্ট কপি
  • আবেদনকারীর visa copy |
  • Gurantor পাসপোর্ট সাইজ ছবি 
  •  Gurantor ভোটার আই ডি কার্ড


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন