একজন প্রবাসী হিসেবে আপনি অগ্রণী ব্যাংক থেকে প্রবাসী লোন সেবা উপভোগ করতে পারবেন। অগ্রণী ব্যাংক প্রবাসী লোন পেতে হলে নিচের শর্ত পূরণ করতে হবে ।
অগ্রণী ব্যাংক প্রবাসী লোন কারা পাবেন
যাদের বিদেশে যাবার বৈধ জব ভিসা আছে কিংবা বিদেশে যেতে চাচ্ছেন তারা এই লোণের জন্য আবেদন করতে পারবেন।
কি কি শর্ত পূরণ করতে হবে
- পাসপোট থাকতে হবে।
- বৈধ জব ভিসা থাকতে হবে।
- স্বাস্থ্য পরীক্ষা থাকতে হবে।
- Smart card থাকতে হবে।
- প্লেনের টিকেট থাকতে হবে।
সবগুলি শর্ত পুরুন করতে হবে এমন নয় বিদেশে যাবার বৈধ জব ভিসা থাকলে এই লোণের জন্য আবেদন করতে পারবেন।
- লোন আবেদন কারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে ।
- লোনের পরিমান - ৫০,০০০ - ৩,০০,০০০ টাকা
- সুধের হার ৯ %
- লোন পরিশোধের সময়কাল ১৫-১৮ মাস
অগ্রণী ব্যাংক প্রবাসী লোন চার্ট |
অন্যান্য শর্তাবলী
- মাসিক কিস্তিতে লোণ পরিশোধ করতে হবে
- ব্যাংক এ সঞ্চয়ী হিসাব খুলতে হবে |
- Guarantor লাগবে।
- পিতা/মাতা/ভাই/বোন কে Guarantor দেয়া যাবে |
- আবেদনকারীর personal guarante দিতে হবে |
অগ্রণী ব্যাংক প্রবাসী লোন এর জন্য কি কি কাগজপত্র লাগে
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি |
- আবেদনকারীর ভোটার আই ডি কার্ড / পাসপোর্ট কপি
- আবেদনকারীর visa copy |
- Gurantor পাসপোর্ট সাইজ ছবি
- Gurantor ভোটার আই ডি কার্ড