সোনালী ব্যাংক পার্সোনাল লোন
নতুন বছরের শুরু থেকে আপনি আপনার যেকোন প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন । আর এই লোন আপানি নিতে পারবেন সর্বোচ্চ ৮ বছরের জন্য । যেখানে বাংলাদেশের অন্য সব ব্যাংক পার্সোনাল লোন দিচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে। সেখানে সোনালী ব্যাংক থেকে আপনি সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে পারবেন আট বছর মেয়াদে । সোনালী ব্যাংক থেকে এই পার্সোনাল লোনের জন্য যদি আপনি আবেদন করেন, লোনের টাকা হাতে পেতে আপনার সময় লাগবে তিন থেকে চার কর্মদিবস। তবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে আপনাকে নতুন কিছু নিয়ম মানতে হবে । যেটা বাংলাদেশের অন্য সব ব্যাংক থেকে কিছুটা ডিফারেন্ট। বিস্তারিত সব কিছুই জানবেন আজকের এই লেখাতে। তাই পুরো লেখাটি মনোযোগ দিয়ে দেখুন । তবে আপনি সহজে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন।
সোনালী ব্যাংক থেকে কোন প্রয়োজনে পার্সোনাল লোন নিতে পারবেন
আপনার ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। হতে পারে আপনি আপনার ঘরের জন্য কোন আসবাবপত্র ক্রয় করবেন ,একটা ল্যাপটপ ক্রয় করবেন অথবা ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে আপনি এ পার্সোনাল লোনের পরিমাণটি খরচ করতে পারবেন।
সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের জন্য কারা আবেদন করতে পারবে
সোনালী ব্যাংক পার্সোনাল লোনের জন্য প্রথমত সেলারি পারসন বা বেতনভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে । বেতনভুক্ত ব্যক্তি হতে পারে আপনি কোন সরকারি চাকরি করেন অথবা আপনি কোন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা এমপিওভুক্ত প্রতিষ্ঠান অথবা স্কুলের টিচার হতে পারেন বা কোন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সেখানে আপনার স্যালারি আপনার ব্যাংক একাউন্টে জমা হয় অথবা সোনালী ব্যাংকের একাউন্টে জমা হয় । আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে পেশাদার শ্রেণীর যারা আছেন ডক্টর, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক বা সিএ কমপ্লিট করা । তার মানে আপনি যদি প্রফেশনালি কোন কিছু করে থাকেন সেক্ষেত্রে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন । তৃতীয় হচ্ছে ব্যাবসায়ী শ্রেণি । আপনার যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানে থাকে এবং সেটা যদি সোনালী ব্যাংকের লোনের রিকোয়ারমেন্ট এর সাথে ম্যাচ করে। তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে একজন ব্যবসায়ী হিসেবে পার্সোনাল লোন নিতে পারেন।
সোনালী ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করেন তাহলে আপনি সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা লোন পাবেন। দ্বিতীয়ত হচ্ছে এই লোনের ইন্টারেস্ট রেট কত হবে । তৃতীয়ত এই হচ্ছে লোনের মেয়াদ আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতদিন পাবেন।
আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন এর জন্য আবেদন করেন তাহলে আপনি সর্বনিম্ন এক লক্ষ টাকার জন্য আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন । এই লোনের মেয়াদ আপনি এক থেকে আট বছরের জন্য নিতে পারবেন। তবে এখানে একটা শর্ত হচ্ছে আপনার চাকরির মেয়াদ কাল অবশ্যই আট বছর থাকতে হবে। তাহলে আপনি সর্বোচ্চ ৮ বছরের জন্য পার্সোনাল লোন নিতে পারবেন। ধরুন আপনি এখন একটা চাকরি করছেন যেটা ৫ বছর পর আপনার রিটারমেন্ট হয়ে যাবে ।সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এই পার্সোনাল লোন নিতে পারবেন। সোনালী ব্যাংক পার্সোনাল লোন ইন্টারেস্ট রেটা হচ্ছে ৯ শতাংশ আর আপনার লোনের প্রসেসিং ফি হবে .৫০ শতাংশ । এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী চার্জ করা হবে ।
সোনালী ব্যাংক পার্সোনাল লোন নিতে কি যোগ্যতা লাগবে
সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনার প্রথম যোগ্যতা হচ্ছে আপনার বয়স মিনিমাম ১৮ বছর হতে হবে । অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার জাতীয়তা অবশ্য বাংলাদেশের নাগরিক হতে হবে। তৃতীয়ত হচ্ছে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনার মাসিক আয় কত হতে হবে । এটা যদিও কোম্পানির উপর নির্ভর করবে । তবুও আমি আপনাকে বিস্তারিত বলে দিব যে আপনার কত টাকা সেলারি হলে আপনি সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন। লেখাটি অবশ্যই শেষ পর্যন্ত পড়তে থাকুন।
সোনালী ব্যাংক থেকে কত টাকা লোন এবং লোনের প্রতি মাসে কিস্তি কত
সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন সেটা নির্ভর করবে আপনার নিট বেতনের উপর । অর্থাৎ আপনি প্রতি মাসে যে টাকা নিট স্যালারি পাবেন আপনি যে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিবেন সেটার প্রতি মাসের কিস্তি বা ইএমআই কোন ভাবে আপনার নিট বেতনের বেশি হবে না । অর্থাৎ ধরুন আপনি কোথায় জব করছেন আপনার সেলারি ২০ হাজার টাকা আপনার প্রতি মাসে আপনি সবকিছু কেটে বা আপনার একাউন্টে আপনি হাতে পাচ্ছেন ১৬০০০ টাকা তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে যে লোনটা নিবেন সেটার প্রতি মাসে যে কিস্তিতে হবে সেটা কোন ভাবে ১৬০০০ টাকার বেশি হতে পারবে না । এটার একটা ক্যালকুলেশন আছে যেটা সোনালী ব্যাংক থেকে দেওয়া হয়েছে আমি সে ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন । ক্যালকুলেশন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন । তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকা সেলারি হলে আপনি সর্বোচ্চ কত টাকা পার্সোনাল লোন নিতে পারবেন সোনালী ব্যাংক থেকে ।
সোনালী ব্যাংক লোন চার্ট |
উপরে বাম পাশে দেখানো হয়েছে ঋণের সীমা অর্থাৎ আপনি সর্বোচ্চ কত টাকা লোন পাবেন এবং ডান পাশে বছর উল্লেখ করা আছে এক থেকে আট বছর পর্যন্ত আমরা একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনি ১ লক্ষ টাকায় সোনালী ব্যাংক পার্সোনাল লোন নিতে যাচ্ছেন এক বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে 8৭৪৫টাকা । অর্থাৎ আপনি যদি ১ লক্ষ টাকা নেন সোনালী ব্যাংক পার্সোনাল লোন তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে ৮৭৪৫ টাকা এটা যদি আপনার নিট সেলারি হয় তাহলে আপনি এক বছরের জন্য এক লাখ টাকার আবেদন করতে পারবেন। এবার আসে দুই বছরের জন্য । দুই বছরের জন্য যদি আপনি নিতে চান তাহলে আপনার নিট সালারি অবশ্যই হতে হবে ৪৫৬৮ টাকা তাহলে আপনি দুই বছরের জন্য এক লক্ষ টাকা নিতে পারবেন। এভাবে তিন বছর , চার বছর, পাঁচ বছর ,ছয় বছর ,সাত বছর , আট বছর পর্যন্ত ক্যালকুলেশন দেওয়া আছে এবং লোনের এমাউন্টের যখন আস্তে আস্তে বাড়বে তখন নিট আপনার স্যালারি পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে । আপনি দুই লাখ টাকা নিতে চান সর্বোচ্চ ৮ বছরের জন্য তাহলে আপনার সেলারি হতে হবে ২ ,৯৩০ টাকা। আপনি যদি স ৩ লক্ষ টাকা নিয়েছেন ৮ বছরের জন্য তাহলে আপনার নিট সেলারি হতে হবে ৪৩৯৫ টাকা । যদি আপনি চার লক্ষ টাকা নিতে চান ৮ বছরের জন্য আপনার নিট স্যালারি হবে ৫৮৬০ টাকা। যদি আপনি ৫ লক্ষ টাকা নিতে চান তাহলে আপনার নিট সেলারি হতে হবে ৭৩২৫ টাকা। এটা যদি আপনি ৫ লক্ষ টাকা যদি আপনি এক বছরের জন্য নিতে চান তাহলে কিন্তু আপনার নিট সেলারি পরিমাণে বেড়ে যাচ্ছে। তখন আপনার প্রয়োজন হবে ৪৩ হাজার ৭২৫ টাকা। এভাবে আপনি ৬ লাখ ,৭/৮ লাখ ,৯লাখ এভাবে আপনি যদি ১০ লক্ষ টাকা নিতেছে না বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে ১৪৬৫০ টাকা। আপনি চাইলে পুরো পেজটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে আপনি আপনার সেলারি সাথে ম্যাচ করে আপনার নিজের একটা ক্যালকুলেশন আপনি করতে পারবেন যে আপনি সর্বোচ্চ কত টাকা ।
সোনালী ব্যাংক লোন চার্ট |
আপনি যদি ১০ লাখ টাকার বেশি পার্সোনাল লোন নিতে চান ১১ লক্ষ টাকা সে ক্ষেত্রে আপনি যদি আট বছরের জন্য নেন । তাহলে আপনার নিট সেলারি হতে হবে ১৬ হাজার ১১৫ টাকা । যদি আপনি পাঁচ বছরের জন্য নিতে চান ১১ লক্ষ টাকা। তাহলে আপনার নিট সালারি হতে হবে ২২৮৩৬ টাকা । আপনি দিয়ে ১২লক্ষ টাকা নিতে চান সে ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে । যদি ১৩ লক্ষ নিতে চান তাহলেও ক্যালকুলেশনটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন । যদি ১৪ লক্ষ টাকা নিয়েছেন ৮ বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে ২০,৫১০ টাকা ।১৫ লাখ টাকা যদি আপনি পাঁচ বছরের জন্য নেন তাহলে আপনার নিট সালারি হতে হবে ৩১,১৪০ টাকা। যদি আপনি ১৬ লক্ষ টাকা নেন তিন বছরের জন্য। তাহলে আপনার স্যালারি হতে হবে ৫০,৮৮০ টাকা । এভাবে 20 লক্ষ টাকা পর্যন্ত ক্যালকুলেশন দেওয়া আছে। এই পেজটারও চাইলে আপনি স্কিনশটটা রেখে দিতে পারেন । তাহলে আপনি নিজে ক্যালকুলেশন করবেন যে আপনার সেলারি কত পারছেন এবং আপনি কত টাকা পার্সোনাল লোন নিতে চাচ্ছেন সোনালী ব্যাংক থেকে কত বছরের জন্য। তাহলে আপনার নিজের আরো বিষয়টা বুঝতে সহজ হবে । এ ক্যালকুলেশন দেখে নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন যে আপনি সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা পার্সোনাল লোন নিতে পারবেন । আপনার ইনকাম অনুযায়ী । সেক্ষেত্রে আপনার যে নিট স্যালারিটা হবে সেটা কিন্তু আপনারই ইএমআই এর সমান হতে হবে । এটা অবশ্য আপনি মাথায় রাখবেন ।
সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে কি কি ডকুমেন্টস লাগবে
সবার জন্য কিছু কমন ডকুমেন্টস বলে দিচ্ছি । এখানে আপনাকে লোনের এপ্লিকেশন ফরম যেটা আছে সেটা তো আপনাকে যথাযথভাবে পূরণ করে দিতে হবে । দ্বিতীয়ত হচ্ছে যিনি এই লোনের জন্য আবেদন করবে । তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তার ন্যাশনাল আইডি কার্ডের কপি প্রয়োজন হবে এবং তার সেলারি সার্টিফিকেট অথবা পে স্লিপ দিতে হবে । তারপরও একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রয়োজন হবে এবং চেয়ারম্যান সার্টিফিকেট অথবা আপনার মেয়র সার্টিফিকেটটা লাগবে। এটা দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। এর পাশাপাশি আপনি যে প্রফেশনে হন বা আপনি যে জব করছেন সে রিলেটেড আরো কিছু ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। এটা আপনি যখন লোনের জন্য আবেদন করবেন তখন ব্যাংক থেকে আপনাকে আরো বিস্তারিত বলে দেওয়া হবে।
আরও পড়ুন - সিটি ব্যাংক হোম লোন
অ্যাডিশনালি ডকুমেন্টস দিতে হবে
আপনি যে পার্সোনাল লোন নিতে চাচ্ছেন সোনালী ব্যাংক থেকে আপনার একজন গ্যারান্টোর প্রয়োজন হবে । গ্যারান্টোরের ২ কপি ছবি লাগবে এবং গ্যারান্টোরের এনআইডি কার্ডের কপি, সেলারি সার্টিফিকেট অথবা পে স্লিপ টা লাগবে এবং গ্যারান্টোরের একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রয়োজন হবে । এর পাশাপাশি ব্যাংক যদি মনে করে যে গ্যারান্টার আরো এডিশনাল কিছু ডকুমেন্টস দিতে হবে । তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে সে ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে। সুতরাং আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার পাশ্ববর্তী সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে আপনি সে ব্রাঞ্চে গিয়ে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন।