শিওর ক্যাশ একাউন্ট চেক

শিওর ক্যাশ একাউন্ট চেক কোড


আমরা অনেকেই প্রয়োজনের তাগিদে শিওর ক্যাশ ব্যবহার করে থাকি। কিন্তু অনেকেই হয়তো জানি না কিভাবে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে হয়। এই লেখাটি সম্পূর্ণ পড়লে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে পারবেন। 

সিওর ক্যাশ কোড,surecash code,শিওর ক্যাশ একাউন্ট চেক,শিওর ক্যাশ,শিওর ক্যাশ মোবাইল এপ,sure cash dial code,sure cash ussd code
শিওর ক্যাশ একাউন্ট চেক 

শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *495# ডায়েল করুন । এরপরে 5 নাম্বার অপশনে My Account অপশন দেখতে পাবেন। ওটায় রিপ্লে দিন। এরপরে নতুন একটি ইন্টারফেস আসবে সেখানে Check Balance অপশন পাবেন । এই অপশনটা সিলেক্ট করে সেন্ড করে দিন। এরপর পিন নাম্বার টি দিতে হবে। পিন নাম্বার টি দিয়ে সেন্ড করলে পরবর্তি পৃষ্ঠায় আপনি দেখতে পারবেন আপনার একাউন্টে কত টাকা আছে। 


আপনার স্মার্টফোন থাকলে আপনি শিওর ক্যাশ মোবাইল এপ ব্যবহার করে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে পারবেন। শিওর ক্যাশ এপ ব্যাবহারের জন্য গুগল প্লে স্টোর থেকে এপ ডাউনলোড করে লগইন করে নিবেন, তাহলেই এপের মাধ্যমে আপনার শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন