প্রশ্ন - খতিয়ান কাকে বলে ?
খতিয়ান কি ?
উত্তর - ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ান প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক। আমাদের দেশে CS, RS, SA এবং সিটি জরিপ সম্পন্ন হয়েছে। এসব জরিপকালে ভূমি মালিকের তথ্য প্রস্তত করা হয়েছে তাকে খতিয়ান বলে। যেমন CS খতিয়ান, RS খতিয়ান ।
আরও পড়ুন - অনলাইনে জমির খতিয়ান যাচাই করার নিয়ম