অনুকল্প কাকে বলে
অনুকল্প কাকে বলে ? অনুকল্প কি ?
উত্তর - অনুকল্প একটি প্রস্তাবিত ব্যাখ্যা। বিজ্ঞানীরা এখনও যেসব ঘটনার ব্যাখ্যা প্রদান করতে পারেননি কিংবা কোনো প্রচলিত বৈজ্ঞানিক তত্ত্ব যেখানে কাজ করে না, সেখানে অনুকল্পের সাহায্য নেওয়া হয়য়। একটি অনুকল্প সেই বিশেষ ক্ষেত্রটিতে বিশাল গবেষণার সুযোগ তৈরী করে দেয়।