অর্ধপরিবাহী পদার্থ
প্রশ্ন - অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে?
উত্তর - যে সব পদার্থের তড়িৎ পরিবাহিতা সাধারণ তড়িৎ পরিবাহীর তুলনায় অনেক কম এবং তাপমাত্রা বৃদ্ধিতে তা বহুগুণ বেড়ে যায় তাদেরকে অর্ধপরিবাহী পদার্থ বলা হয়।
যেমন- সিলিকন (Si)। তড়িৎ পরিবাহী ও ইন্সুলেটরের মাঝামাঝি পরিবাহিতা গুণসম্পন্ন কিছু পদার্থ।
যেমন পর্যায় সারণির গ্রুপ IVA এর সিলিকন (Si) ও জার্মেনিয়াম (Ge)।