পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

১। পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি?


    পদ্মা বহুমুখী সেতু ।


২। পদ্মা সেতুর প্রকল্পের নাম কি?


    পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।


৩। পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি?


    চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন কোম্পানি লিঃ


৪ । পদ্মা সেতুর নকশা করেন কোন প্রতিষ্ঠান?


    AECOM


৫। পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত?


    ৬.১৫ কি.মি. বা ২০,২০০ ফুট।


৬। পদ্মা সেতুর প্রস্থ কত?


    ১৮.১০ মি. বা ৫৯.৪ ফুট।


৭। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে?


    ৭ ডিসেম্বর, ২০১৪।


৮। পদ্মা সেতু রক্ষণাবেক্ষন করবে কে?


    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।


৯। পদ্মা সেতুর সাথে সংযোগ স্থানগুলো কি?


    লৌহজং, মুন্সিগঞ্জ এর সাথে শরিয়তপুর ও মাদারীপুর।


১০। পদ্মা সেতুর স্থানাঙ্ক কত?


    ২৩.৪৪৬০ ডিগ্রী (উত্তর), ৯০.২৬২৩ ডিগ্রী (পূর্ব)



১১। পদ্ম সেতু নির্মাণের উপকরণ কি কি?


    কংক্রিট ও স্টিল।


১২। পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কি.মি?


    ৩.১৮ কি.মি.।


১৩। পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি?


    ৮১টি।


১৪। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?


    ৪১টি।


১৫। সর্বপ্রথম স্প্যানটি কবে বসানো হয়?


    ৩০ সেপ্টেম্বর, ২০১৭


পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান,পদ্মা সেতু,পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন,সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান পদ্মা সেতু সম্পর্কে,পদ্মা সেতু নিয়ে সাধারণ জ্ঞান,পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান,পদ্মা সেতুর সম্ভাব্য সকল প্রশ্ন,padma bridge পদ্মা সেতু,পদ্মা সেতুর খবর,পদ্মা সেতু আসতে পারে এমন প্রশ্ন,স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে,পদ্মা সেতু নিয়ে সাধারণ জ্ঞান,পদ্মা সেতুর সাধারণ জ্ঞান,প্রাইমারি নিয়োগ পরীক্ষায় পদ্মা সেতুর উপর প্রশ্ন
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান



১৬। সর্বশেষ বা ৪১তম স্প্যানটি কবে বসানো হয়?


    ১০ ডিসেম্বর, ২০২০ ( বিশ্ব মানবাধিকার দিবস)।


১৭। ৪১তম স্প্যানটি কত নং পিলারের উপর বসানো হয়?


    ১২ ও ১৩ নং পিলারের উপর।


১৮। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?


    ১৫০ মিটার।


১৯। সর্বশেষ স্প্যান বা ৪১তম স্প্যানটি কখন বসানো হয়?


    ১০ ডিসেম্বর, ২০২০ দুপুর ১২.০২ মিনিট।


২০। প্রথম স্প্যানটি কত নং পিলারের উপর বসানো হয়


    ৩৭ ও ৩৮ নং পিলারের উপর ।



২১। পদ্মা সেতুর ওয়েবসাইটের এড্রেস কি?


    www.padmabridge.gov.bd


২২। ৪১টি স্প্যান বসাতে সময় লাগে মোট কতদিন?


    ৩ বছর ২ মাস ১০ দিন।


২৩। প্রতিটি স্প্যানের ওজন কত?


    ৩২০০ টন।


আরও পড়ুন - বাংলাদেশের মেগাপ্রজেক্ট


২৪। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?


    ৬০ ফুট।


২৫। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?


    ৩৮৩ ফুট।


২৬। প্রতি পিলারের জন্য পাইলিং কতটি?


    ৬টি।


২৭। পদ্মা সেতুতে মোট পাইলিং সংখ্যা কত?


    ২৮৬টি।


২৮ । পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি।


    ৪২টি।


২৯। পদ্মা সেতুতে কি কি সুবিধা থাকবে?


    গ্যাস, বিদ্যুাৎ ও অপটিক্যাল লাইনসহ সকল ধরণের পরিবহন সুবিধা।


৩০। পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?


    প্রায় ৪ হাজার।



৩১। পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?


    নিচতলায়।


৩২। পদ্মা সেতুর ফলে কতটি জেলার সাথে বাংলাদেশের যোগসূত্র স্থাপন হল?


    দক্ষিন পশ্চিমাঞ্চলের ২৯টি জেলা


৩৩। পদ্মা নদীর নদী শাসনের কাজ পায় কোন প্রতিষ্ঠান?


    চীনের সিনোহাইড্রো কর্পোরেশন।


৩৪। পদ্মা সেতুর শেপ হবে কোন আকৃতির?


    ইংরেজি — S ' আকৃতির।


৩৫। পদ্মা সেতুতে ব্যায় হচ্ছে কত টাকা?


    ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।


৩৬। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই গুজবটি কবে উঠে?


    জুলাই, ২০১৯ ইং।


৩৭। পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাসের নাম কি?


    পদ্মা সেনানিবাস।


৩৮ পদ্মা সেতুর প্রয়োজনে কি পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়?


    ৯১৮ হেক্টর।


৩৯। পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘতম সেতু।


    ১১তম দীর্ঘতম সেতু ANGUITA


৪০। পদ্মা সেতু চুক্তি স্বাক্ষরের তারিখ কত?


    ১৭ জুন, ২০১৪।


৪১। পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা কত?


    ৯।


৪২। মূল সেতুসহ শুরু থেকে শেষ পর্যন্ত সেতুর দৈর্ঘ্য কত?


    ৯ কি.মি. (মূল সেতু ৬.১৫ কি.মি.)



৪৩। পদ্মা সেতুর তদারকির দায়িত্বে রয়েছে কারা?


    কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী।


৪৪। পদ্মা সেতুর আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর?


    ১০০ বছর।


৪৫। পদ্মা সেতুতে কয় লেনের সড়ক থাকবে?


    চার লেনের।


৪৬। পদ্মা সেতুর সংযোগ সড়কগুলোর নাম কি?


    জাজিরা ও মাওয়া।


৪৭। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কি.মি.


    ১৪ কি.মি.।


৪৮ । পদ্মা সেতুর দুই পাড়ে নদী শাসন কত কি.মি. হয়েছে?


    ১২ কি.মি.।


৪৯। সেতুটি নির্মিত হলে মোট জিডিপি কত শতাংশ বৃদ্ধি পাবে?


    ১.২৩ শতাংশ।


৫০। পদ্মা সেতুর স্প্যান বহনকারী জাহাজের নাম কি?


    'তিয়ান ই' ।


৫১। 'তিয়ান ই'এর ধারণ ক্ষমতা কত?


    ৩,৬০০ টন।


৫২। টোল আদায় করে ব্যায় উঠাতে কত বছর সময় লাগবে?


    ৩৫ বছর ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন