ঘড়ির কাঁটার গতি কি গতি ?

ঘড়ির কাঁটার গতি কি গতি ?


উত্তর : পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিই দোলন গতি। হাতঘড়ির কাঁটা সর্বদা একইদিকে গতিশীল থেকে তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। সুতরাং সংজ্ঞানুসারে ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি হলেও দোলনগতি নয়।


ঘড়ির কাটার অংক,ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়,ঘড়ির কাঁটার গতি,ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি,ঘড়ির কাঁটার অংক,ঘড়ির কাঁটার অংক,ঘড়ির কাঁটা,ঘড়ির কাঁটা,ঘড়ির কাঁটার কৌণিক বেগ,ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার অংক,ঘড়ির কাটার কোন,ঘড়ির কাটার কোণ,ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ,ঘড়ির কাটার অংক,ঘড়ির কাঁটার কোণ নির্ণয়ের সূত্র,ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ,ঘড়ির কাঁটার কোণ নির্ণয়,ঘড়ির কাঁটার অংক শর্টকাট,ঘড়ির কাটার মধ্যবর্তী কোন নির্ণয়
ঘড়ির কাঁটার গতি


                                            আরও পড়ুন 


১) 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন