রবি সিমের গুরুত্বপূর্ন সকল কোড এবং সমস্ত অফার

রবি সিম বাংলাদেশের ভিতরে একটা অত্যন্ত জনপ্রিয়  মোবাইল অপারেট। রবি বাংলাদেশের ভিতরে কিন্তু তাদের সেবা গুলোকে তারা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে ।

রবি বাংলাদেশের ভিতরে সব থেকে ভালো মোবাইল ফোন সংস্থা হিসেবে কিন্তু আসলে তারা বাংলাদেশ থেকে ২০০৮-২০০৯ সালে Mobile Businessmen Association (BMBM) Award  অর্জন করেছে ।

আর তাছাড়া রবি সিম কিন্তু বাংলাদেশের ভিতরে সবথেকে বেস্ট  টেলিযোগাযোগ সংস্থা  হিসেবে ও কিন্তু তারা ২০০৮-২০০৯ সালে দি উইকলি ফাইনানশ্যাল মিরর  আর স্যামসাং মোবাইল এ্যান্ড রবিনটেক্স বিজনেস এ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছে ।

 

রবি এমবি কোড,রবি এমবি দেখার কোড,রবি সিমের এমবি দেখে কিভাবে,রবি সিম নাম্বার,সব সিমের কোড, রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড,সকল সিমের টাকা কাটা
রবি সিমের গুরুত্বপূর্ণ কোড

আজকে আমাদের এই আর্টিকেলের ভিতরে আসলে রবি সিমের গুরুত্বপূর্ণ কোড সমূহ আর তার সাথে সাথে রবি সিমের ফ্রি ইন্টারনেট সহ রবি সিমের যত ধরনের অফার গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ।  বর্তমান সময়ে কিন্তু এখন প্রায় মোবাইল সেবা দানকারী সংস্থাগুলো তাদের যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো দাম কিন্তু তারা প্রতিনিয়তই বাড়িয়ে চলেছে । 

আবার অনেক জায়গায় অনেক মোবাইল সেবা দান কারী প্রতিষ্ঠান ভাল যে অফারগুলো রয়েছে, সেগুলো তারা খুবই অল্প সময়ের জন্য চালু রাখছে ,আর সেই ক্ষেত্রে  গ্রাহকরা কিন্তু অনেক ভোগান্তির শিকার হচ্ছে । আর তাই এই সকল বিষয়গুলো বিবেচনা করে কিন্তু রবি সিম কয়েকটা আনলিমিটেড ইন্টারনেট অফার চালু করেছে তারা রিসেন্টলি । 

প্রথমেই আমরা আজকে এই আর্টিকেলের ভিতরে জানব যে, রবি সিমের গুরুত্বপূর্ণ কোড গুলো সম্পর্কে, আর এই কোড গুলো জানা একজন গ্রাহকদের জন্য খুবই দরকারি একটা বিষয় - 

 আরও পড়ুন - এয়ারটেল মিনিট চেক কোড

                           বাংলালিংক মিনিট চেক

 

1. রবি সিমের ইন্টারনেট চেক করার কোড - 

 *3#

*8444*88#

2. রবি সিমে মিনিট কেনার কোড

 *222*2#

3. রবি সিম দিয়ে মিনিট চেক করার কোড 

*222*3#

4. রবি সিমের এসএমএস চেক করার কোড 

 *222*12#

5.  রবি সিমের ব্যালেন্স চেক করার কোড 

*222#

*1#

6. রবি সিমের ইন্টারনেট প্যাকেজ চেক করার কোড 

*140*14#



7.  রবি সিমের মিসকল এলার্ট চালু করার নিয়ম গুলো সম্পর্কে জেনে নিন - 

 মিসকল এলার্ট অন করতে -  মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আপনাদেরকে  : ON  আর তার পরে সেন্ড করে দিতে হবে  8272

9. রবি সিমের মিসকল এলার্ট কিভাবে বন্ধ করবেন সে সম্পর্কে জেনে নিন - 

  মিসকল এলার্ট অফ করার জন্য আপনাদেরকে –  মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে  : OFF  আর পাঠিয়ে দিতে হবে  8272

11. রবি সিমের  এমএমএস ব্যালেন্স চেক করবেন যেভাবে – *222*13#

12. রবি সিমের কল সেন্টার নাম্বার  -121

13. নিজের মোবাইল নাম্বার চেক করার কোড - *2# 

Source- Robi

 

যেভাবে রবি সিমে ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স নিতে পারবেন - 

ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স যদি নিতে চান তাহলে আপনাদেরকে প্রথমে যে সিমে ইন্টারনেট ব্যালেন্স নিতে চান সেই সিমটা  প্রথমে একটিভ থাকা লাগবে । রবিতে যদি আপনারা ঝটপট করে ইন্টারনেট ব্যালেন্স ধার করতে চান অর্থাৎ ইমারজেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে, আপনাদের ডায়াল অপশনে গিয়ে মোবাইল এ ডায়াল করতে হবে *8811*1*1*1# । আর যদি আপনারা রবি সিম দিয়ে 10 টাকাতেই  25 এমবি ইমারজেন্সি ইন্টারনেট যে  অফারটি যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের কে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *8811*11।


ইমারজেন্সি ইন্টারনেট  ব্যালেন্স চেক করার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে  *123*3*5#

 

কি করে জানতে পারবেন আপনাদের রবি সিম টি আসলেই  4G কিনা?


রবি 4.5 জি এনাবল করা আছে কিনা সেটা চেক করার জন্য আপনাদেরকে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে  *123*44#

 রবি সিমে সকল ধরনের ইন্টারনেট ব্যালেন্স করার কোড হচ্ছে   : *8444*88#

এমবি ব্যালেন্স চেক করার কোড হল  *3#

 রবি সিমে ইন্টারনেট  হেল্প কেয়ার  বিভিন্ন ধরনের সার্ভিসগুলোর কোড হল : *8444#

 

রবি সিমের  মোবাইল ব্যালেন্স  চেক করার কোড গুলো হচ্ছে - 

১। রবি সিমের মেইন ব্যালেন্স চেক করার কোড হল  *222#

২।  রবি সিমের সকল ধরনের বোনাস গুলোকে চেক করার কোড হল  *222*1#

৩। এসএমএস কয়টা আছে সেটা চেক করার কোড হল  *222*11#

রবি  সিমের  কাস্টমার কেয়ার ইমেইল আরো অন্যান্য সকল ঠিকানা নিচে দেওয়া হল - 

কাস্টমার কেয়ারের ইমেইল এড্রেস  123@robi.com.bd

 

 রবি সিমের পার্সোনাল ওয়েবসাইট  : https://robishop.com.bd/

 

 রবি সিমের ফেসবুক পেজ : https://www.facebook.com/robishop.com.bd/

 

 রবি  শপের  কন্টাক্ট অ্যাড্রেস  : 09610-000888

 

আমাদের শেষ কথা - 

তাহলে আজকে আমাদের এই লেখার ভিতর জানতে পারলাম রবি সিমের গুরুত্বপূর্ণ কিছু কোড সম্পর্কে, যে কোড গুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। রবি সিমের যতগুলো কোড রয়েছে রবি সিমের অফিস পর্যন্ত, এরকমের যত তথ্য রয়েছে সকল তথ্য গুলি আজকে আমাদের লেখার ভিতরে বিস্তারিতভাবে আলোচনা করেছি । 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন