এয়ারটেল মিনিট চেক

এয়ারটেল মিনিট চেক কোডAirtel Minute Check Code


বাংলাদেশে এয়ারটেল সিম এর অনেক গ্রাহক রয়েছে। সেই সাথে গ্রামীনফোন,রবি,বাংলালিংক,টেলিটক  ইত্যাদি অপারেটরেরও অনেক গ্রাহক আছে।এয়ারটেল সিম থেকে অন্য যে কোনো অপারেটর এর গ্রাহকের সাথে কথা বলার সময় অনেক টাকা কাটে। এমনকি  কথা শেষ না হতেই টাকা শেষ হয়ে যাই। এজন্য মিনিট কিনে কথা বললে অনেক সময় কথা বলা যায়। তাই সবাই মিনিট কিনে কথা বলতে চাই। মিনিট  কিনার জন্য নিদিষ্ট  একটি কোড আছে। সবাই হয়ত সেটা জানি না।  


এয়ারটেল মিনিট চেক কোড
Airtel Minute Check Code



এয়ারটেল মিনিট চেক করতে আপনার ফোনের ডায়াল অপশনে যেয়ে ডায়াল করুন *778*8# অথবা *778*5 ।


এয়ারটেল মিনিট চেক এবং এয়ারটেল ডেটা চেক করার একটা জনপ্রিয় কোড *3#


এয়ারটেল মিনিট চেক কোড, ব্যালেন্স, ডাটা সব জানতে ডায়াল করুন *666#


এয়ারটেল সকল কোড জানতে ডায়াল করতে পারেন *121# এর মাধ্যমেই আপনেরা সকল কোড এবং অফার পেয়ে যাবেন। 




এয়ারটেল এর আরও কিছু প্রয়োজনীয় কোড ঃ



                এয়ারটেল মূল অ্যাকাউন্ট চেক                     *778#


               এয়ারটেল মিনিট চেক কোড                         *778*5#  অথবা  *778*8#


               এয়ারটেল এমবি চেক কোড                          *778*4#  অথবা    *778*39#


               এয়ারটেল নিজ সিম নাম্বার দেখতে               *2#


                এয়ারটেল MMS চেক                                     *222*12


                এয়ারটেল এসএমএস চেক                            *778*2#


                এয়ারটেল ইন্টারনেট সেটিং                          *140*7#



আরও পড়ুন - বাংলালিংক মিনিট চেক কোড


উপরের দেওয়া কোড গুলো আপনি ব্যবহার করে খুব সহজে আপনের কাঙ্খিত তথ্য খুজে পাবেন। আরও গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে আমাদের সাথে থাকুন। 





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন