টেংরাগিরি বন ফাতরার বন ফাতরার চর ভ্রমণ। Travel Fatrar bon or Fatrar chor
কুয়াকাটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। একে সাগরকন্যা বলেও ডাকা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকত ছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কুয়াকাটার পাশার একটি জায়গা হল ফাতরার বন বা ফাতরার চর।
Fatrar bon |
কুয়াকাটা থেকে ট্রলারে করে আপনাকে যেতে হবে ফাতরার বন। কুয়াকাটা থেকে ট্রলারে চেপে এক ঘণ্টার মতো সময় লাগে ফাতরার বন পৌঁছাতে। সেখানে যেতে যেতে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন। যদিও ট্রলার বেশি গভীর সমুদ্রে যাবে না, তারপরেও কিছুটা উপভোগ করবেন।
আরও পড়ুন: লাল কাঁকড়ার চর
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কোলঘেঁষে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে এই ফাতরার বন। এটা আসল নাম টেংরাগিরি বন। কিন্তু মানুষ এটাকে ফাতরার বন বা ফাতরার চর হিসেবে চেনে। ফাতরার বন মূলত সুন্দরবনের শ্বাসমূলীয় বনাঞ্চল। দিনে দুবার একটি জোয়ার ভাটায় প্লাবিত হয়। এই বনে সুন্দরী, কেওড়া, গেওয়া, তাল গাছ, গোলপাতা গাছে ভরপুর।
Fatrar chor |