Yohani,Satheeshan,Mmanike mage hithe,Yohani Diloka De Silva,Satheeshan Rathnayaka,ইয়োহানি দিলোকা দে সিলভা,মানিকে মাগে হিথে
বর্তমান যুগ ভাইরালের যুগ। ভালো মন্দ সবকিছুই যাই সবার কাছে আলাদা এবং ইন্টারেস্টিং মনে হয় তাই ভাইরাল হয়ে যায়। তবে ভাইরালের ভালো-মন্দ দুই দিকই রয়েছে। কখনো কখনো ভালো লাগার মত অনেক কিছু ভাইরাল হতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেই এক দেশের সঙ্গে অন্য দেশের সংস্কৃতির পরিচিতি ঘটছে।
Manike Mage Hithe |
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিংহলি ভাষার গান মানিকে মাগে হিথে (Manike Mage Hithe)। যা প্রমাণ করেছে ভাষায় এখন কোন বাধাই নয়। গানটি গেয়েছে শ্রীলংকার দুই জনপ্রিয় শিল্পী ইয়োহানি দিলোকা দে সিলভা (Yohani Diloka De Silva) এবং সাথিসান রথনায়েক (Satheesan Rathnayaka)।
Also read: https://bit.ly/3BsYFIh
Yohani Diloka De Silva |
গানটি এখন ভারতসহ বাংলাদেশের সবার মুখে মুখে। এমনকি বলিউডের অমিতাভ বচ্চনও গানটি প্রশংসা করেছেন। আর গানটির মাধ্যমে এই গায়িকা ইয়োহানি এখন আলোচনায়। ১৯৮৩ সালে শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছেন ইয়োহানি। তার পুরো নাম ইয়োহানি দিলোকা দে সিলভা (Yohani Diloka De Silva)।
Satheesan Rathnayaka |
তার বাবা একজন সেনা বাহিনীর কর্মকর্তা, মা বিমান সেবিকা। বিজ্ঞানে লেখাপড়া করলেও তার আগ্রহ ছিল লজিস্টিক ম্যানেজমেন্টে। ইও হানি একাধারে গায়িকা সংগীত প্রযোজক গীতিকার ও ব্যবসায়ী। শ্রীলংকার সংগীত রাজকন্যা হিসেবে পরিচিত ইয়োহানি (Yohani ) ইউটিউব এর মাধ্যমে সংগীতের ক্যারিয়ার শুরু করেন। তার একটি রেপ গান বেশ জনপ্রিয়তা পায়। গানটি বাংলাদেশ এতটা জনপ্রিয় পেয়েছে যে দেশে শত শত শিল্পীরাও এই গানের সাথে সুর মিলিয়ে বাংলায় গানটি গাইছেন। সেইসব গান ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।