এইচএসসি ফরম ফিলাপের ফি সোনালী ব্যাংকের ই-সেবার মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয়?
বোর্ড থেকে যে মোবাইল নাম্বারে যে ম্যাসেজ এসেছে সেই মেসেজের লিংকে ক্লিক করে আপনাকে কত টাকা ফি দিতে হবে সেটা জেনে নিন। ওই লিংকে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম, পিতার নাম, মাতার নাম সব ঠিক করে দেখে নিন। কলেজের বেতন এবং ফরম ফিলাপের ফি এক সঙ্গে যোগ করা আছে।
এই টাকাটা পেমেন্ট করার জন্য আপনাকে সোনালী ব্যাংকের ই-সেবা অ্যাপ ইউজ করতে হবে। মোবাইল প্লে স্টোর থেকে সোনালী ব্যাংক ই-সেবা অ্যাপসটি ইন্সটল করে নিন।
Sonali bank esheba |
ইনস্টল করার পরে অ্যাপ ওপেন করলে আপনারা সেখানে অনেক অপশন দেখতে পাবেন, তার মধ্যে একটি এইচএসসি ফরম ফিলাপ। এইচএসসি ফরম ফিলাপে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে। সেখানে প্রবেশ করার পর বোর্ড সিলেক্ট করুন এই এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিন এবং এসএসসির রোল নাম্বার দিয়ে চেক বাটনে ক্লিক করুন।
Bkash Payment |
চেক বাটনে ক্লিক করলে আপনার পুরো তথ্য দেখিয়ে দেবে। নিচে টোটাল অ্যামাউন্ট লেখা থাকবে, সেই পরিমাণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে। তারপর সবার নিচে কনফার্ম পেমেন্ট (Confirm Payment) অপশনটিতে ক্লিক করুন। সেখানে পেমেন্ট করার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সহজভাবে করার জন্য মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করুন। মোবাইল ব্যাংকিংয়ের সিলেক্ট করলে সেখানে তিনটি অপশন পাবেন বিকাশ, নগদ এবং রকেট। এখান থেকে আপনার সুবিধামতো একটি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করুন। সেখান থেকে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মোবাইল নাম্বারটি দিন তাদের নির্দেশনা মোতাবেক পিন দিন তাহলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে।