নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক করার পদ্ধতি । নগদ একাউন্ট দেখার নিয়ম। Nagad account check, Nagad account balance check.
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ, বিকাশ রকেট এর মত বহুলব্যবহৃত সার্ভিস নয়। যার ফলে অনেকেই জানেননা নগদ এর ব্যালেন্স কিভাবে চেক করতে হয়।
আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দুইভাবে চেক করতে পারবেন। আপনার যে মোবাইল নাম্বার থেকে নগদ একাউন্ট খোলা সেই নাম্বারে ইউএসএসডি (USSD) কোড ডায়াল এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে নগদ অ্যাপস এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবেন।
নগদ মোবাইল ব্যাংকিং |
ইউএসএসডি (USSD) কোড ডায়াল এর মাধ্যমে একাউন্ট দেখার জন্য প্রথমে আমাদের মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে হবে। ডায়াল প্যাড ওপেন করার পর নগদের যে ইউএসএসডি কোড রয়েছে সেই কোডটি লিখে যে নাম্বারে একাউন্ট খোলা সেই নাম্বার দিয়ে ডায়াল করতে হবে। নগদ ইউএসএসডি (USSD) কোড হল *167#
কোডটা ডায়াল করার পর আপনি নগদের সকল সার্ভিস দেখতে পাবেন। 7 নম্বর অপশন My Nagad লেখা আছে,
7 নাম্বার অপশন চেপে রিপ্লাই দিন।
এখানেও অনেক অপশন পাবেন। আমরা যেহেতু নগদের ব্যালেস্ন চেক করব তাই আমরা 1 নাম্বার অপশন Balance Enquiry এর অপশনে গিয়ে রিপ্লে দিব।
তারপর আপনার নগদ একাউন্টের পিন নাম্বার চাইবে। পিন নাম্বার দিলে তারা আপনাকে আপনার একাউন্টের ব্যালেন্স দেখাবে।
ব্যালেন্স দেখার আরেকটি উপায় হল নগদ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। নগদ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যালেন্স দেখা সবচেয়ে সহজ। এর জন্য আপনাকে অ্যাপসে নগদ একাউন্ট লগইন থাকতে হবে। নগদ একাউন্ট ওপেন করার পর আপনার নগদ একাউন্টের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিলে আপনার নগদ একাউন্টে অ্যাপস এর ভেতর ঢুকতে দেবে। অ্যাপসে ঢোকার পর উপরের দিকে খেয়াল করবেন ব্যালেন্স জানতে ট্যাপ করুন অপশন। ওখানে ক্লিক করলেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখিয়ে দেবে।
এভাবেই আপনারা সহজেই নগদ একাউন্টে ব্যালেন্স চেক করতে পারবেন।
আরও পড়ুন - নগদ একাউন্ট খোলার পদ্ধতি