আজকে আলোচনা করবো কিভাবে লেখা লেখি করে ইনকাম করা যায়?
বিষয় টি কেমন শোনালেও সত্য । আজকাল মানুষ এর মনের ভিতর যা আছে তাই লিখে ইনকাম করছে।
আজকে জানবো কিভাবে লিখালেখি করে ইনকাম করা যায়।
1. blogging , Content writing
আজকাল ব্লগিং সবাই চিনে । ব্লগিং হচ্ছে এমন একটি সাইট যেখানে আপনি ফ্রীতেই একটি ওয়েব সাইট বানাতে পারবেন এবং সেখানে আপনি আপনার মনের মত লেখালেখি করে আয় করতে পারবেন । তো জেনে নেয়া যাক কিভাবে কি করতে হবে ।
১। প্রথমে blogger.com ওয়েবসাইট এ প্রবেশ করুন
২। আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে । আপনি আপনার মেইল ব্যাবহার এবং একটি সক্ত পাস ওয়ার্ড দিন। অ্যাকাউন্ট না খুলতে পারলে ইউটিউব এ সার্চ করুন অনেক ভিডিও পাবেন।
৩। অ্যাকাউন্ট করার পর আপনার সাইটটি ডিজাইন করুন বা অন্য কারো টেম্পলেট ব্যাবহার করুন আর যদি না পারেন আমার সাথে যোগাযোগ করুন সাহায্য করবো
৪। অ্যাকাউন্ট করার পর উপরে পোস্ট নামে র একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
৫। তারপর নিউ পোস্ট এ ক্লিক করে আপনার কন্টেন্ট বা লেখা পোস্ট করুন।
৬। এভাবে দৈনিক ১-২ টা পোস্ট করতে থাকুন।
৭। তারপর আপনার ওয়েবসাইট টি গুগল সার্চ কন্সল এ অ্যাড করুন
৮। গুগল সার্চ কন্সল এ অ্যাড করার পর গুগল অ্যাডসেন্স এ অ্যাড করুন
৯। সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাডসেন্স আপ্প্রভ হবে এবং তারপর থেকেই শুরু হবে আপনার ইনকাম
১০। এছাড়াও আপনি অন্যের ওয়েবসাইটে কনটেন্ট লিখে দেয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন।