অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম (Rules for writing assignments)।
আপনারা সকলেই জানেন যে লকডাউনের কারণে অনেকদিন যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না তাই সহকারী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান করেছে। কিন্তু অনেকেই অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম জানেনা। আজ আমি অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম সম্পর্কে বলতে যাচ্ছি।
সম্প্রতি এইচএসসি 21 ব্যাচ এর অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।
অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী
অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে প্রথমে আপনার প্রথম পেজ টা পূরণ করতে হবে। যেখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এখানে সব ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে।
খুবই সতর্কতার সঙ্গে এটি পূরণ করতে হবে।
এরপর লেখার পেজ
এ ফোর সাইজের কাগজের একপাশে অ্যাসাইনমেন্ট উত্তর লিখতে হবে। উভয়পাশে লেখা যাবে না। চারিপাশে দাগ টেনে মাঝে লিখতে হবে। কালো কালির কলম ব্যবহার করতে হবে।
প্রথমে প্রশ্ন তুলে তারপরে প্রশ্নের উত্তর লিখতে হবে।
খাতায় লেখার সময় হাতের লেখা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে কাটাকাটি বা ঘষামাজা যেন না হয়।
কভার পেজ এর পরের পৃষ্ঠায় প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন লেখা শেষ হলে তারপরে থেকে উত্তর লেখা শুরু করতে হবে। প্রতিটা প্রশ্নের নাম্বার দিতে হবে যেমন ১)ক ১)খ এইরকম।
অ্যাসাইনমেন্ট এবং উত্তর পেতে ভিজিট করুন: https://bit.ly/3iY3CBj
Assalamu olaikum ami raju, Commerce er student (HSC).
উত্তরমুছুনAmr business.1peper and 2peper
And finance 1peper, 2peper soulation
Lagebe..
মন্তব্য করার জন্য ধন্যবাদ,
উত্তরমুছুনআমাদের ফেসবুক পেজে মেসেজ দিন উত্তর পেয়ে যাবেন।
আমি এসাইনমেন্ট এর খাতায়। চার দিকে দাগ টানি
উত্তরমুছুননায়
আপনার শিক্ষকের সঙ্গে যোগাযোগ করুন। চারদিকে দাগ টানা স্টান্ডার ।
মুছুনআ্যসাইনমেন্টের শিরোনাম কোথায় থেকে পাবো???
উত্তরমুছুনঅ্যাসাইনমেন্ট এর সঙ্গে দেয়া আছে,
মুছুনতবে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কিছু ভুল সংশোধন করে পরবর্তী নোটিশ দেয়া হয়েছে।