ওয়েবসাইট থেকে আর্টিকেল কপি করা কিভাবে বন্ধ করব (How to stop copying articles from website)
ওয়েবসাইট থেকে লেখা চুরি
আমরা অনেকই শখ করে অথবা পেশা হিসেবে ব্লগিং বেছে নিই। কিন্তু এই ছোট্ট শখের মধ্যেও অনেক সমস্যায় পরতে হয়। তবে সবচেয়ে বড় একটি সমস্যা হল আর্টিকেল চুরি বা আর্টিকেল কপি করা। কিছু অসাধু লোক আছে যাদের কাজই হচ্ছে আপনার লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া। যেটাকে বলা হয় প্যারাফ্রেজিং (Paraphrasing) যা একটি সাইবার অপরাধ (Cyber crime)।
প্যারাফ্রেজিং অপরাধ
প্যারাফ্রেজিং অপরাধের শাস্তি রয়েছে। কিন্তু আপনি যদি অপরাধীকে আইনের কাঠগড়ায় নিতে চান তাহলে আপনাকে অনেক খথ-কাঠি পোড়াতে হবে। তার থেকে বরং আপনি নিজের কন্টেন্ট বা আর্টিকেল সুরক্ষিত করে রাখুন।
কিভাবে আপনার নিজের কন্টেন্ট বা আর্টিকেল সুরক্ষিত রাখবেন যাতে কেউ কপি করতে না পারে।
কনটেন্ট কপি বন্ধ করার জন্য এইচটিএমএল (HTML) কোডিং এর মধ্যে বিভিন্ন ট্যাগ ইউজ করতে হয়, সেটা সাধারণদের জন্য অসম্ভব, এটা শুধু প্রফেশনাল প্রোগ্রামাররা পারে। তবে ওয়ার্ডপ্রেস (WP) সাইটের কনটেন্ট কপি করা বন্ধ করার জন্য অনেক প্লাগিন থাকলেও ব্লগার (Blogger) সাইটে কোন প্লাগিন নেই। তাই বলে কি ব্লগার সাইটের কনটেন্ট চুরি হতেই থাকবে। ব্লগার সাইটের কনটেন্ট চুরি হওয়া আটকানো সম্ভব। এর জন্য শুধুমাত্র একটা কোড বসাতে হবে ব্লগার সাইটে। ব্লগারের কন্টেন চুরি হওয়া বন্ধ করার জন্য এই কোডটি কপি করে ব্লগার সাইটে বসাতে হবে।
Code {
<script
type='text/javascript'> if (typeof document.onselectstart != "undefined") { document.onselectstart = new Function("return false"); } else { document.onmousedown = new Function("return false"); document.onmouseup = new Function("return false"); }
</script
type='text>
}
Download : Full Code
কোডটি কপি করে ব্লগার সাইট এর লে আউট অপশনে গিয়ে যে কোন এক জায়গা অ্যাড গেজেট (Add a Gadget) অপশন থেকে এইচটিএমএল/ জাভাস্ক্রিপ্ট (HTML/JavaScript) অপশনটি সিলেক্ট করুন এবং কোডটি বসিয়ে দিন। তারপর সেভ করে ফিরে আসুন। আপনার কাজ হয়ে গেছে। এখন আর কেউ আপনার কনটেন্ট সরাসরি কপি করতে পারবে না।