পহেলা জুলাই থেকে বাংলাদেশের সকল আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু একটা সুযোগ রেখেছে সরকার, যেখানে আপনি বাইরের দেশ থেকে ফোন এনে বাংলাদেশ সরকারের কাছে নিবন্ধন করে চালাতে পারবেন। কিভাবে একটা আনঅফিসিয়াল ফোন নিবন্ধন করবেন।
একটা আনঅফিসিয়াল ফোন নিবন্ধন করতে প্রথমে আপনাকে বিটিআরসি(BTRC) এর ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট লিংক: http://neir.btrc.gov.bd ।
এই লিংকে যাওয়ার পথ চিত্রের মত একটি উইন্ডো ওপেন হবে।
আনঅফিসিয়াল ফোন নিবন্ধন |
সেখান থেকে নিবন্ধন করুন অপশনটি সিলেক্ট করুন। এখানে একটি একাউন্ট তৈরী করতে হবে। সঠিক তথ্য দিয়ে একাউন্টটি নিবন্ধন করে নিন। অ্যাকাউন্টটি নিবন্ধন করা হয়ে গেলে আপনাকে লগইন পেজে নিয়ে আসা হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
লগইন করার পরে ছবির মত একটি পেজ পাবেন। বামদিকে উপরের দিকে দেখুন বিশেষ নিবন্ধন লেখা আছে। তার উপরে যে লেখা আছে IMEI যাচাই করুন। আপনি যদি আপনার ফোনটাকে যাচাই করে দেখতে চান তাহলে এখানে গিয়ে আপনার ফোনের IMEI নাম্বার দিয়ে দেখতে পারেন। আপনার ফোনে আইএমইআই (IMEI) নাম্বার পাওয়ার জন্য *#06# নাম্বার আপনার ফোনের কিপ্যাডে লিখুন। তাহলে আপনার ফোনের আইএমইআই (IMEI) নাম্বার পেয়ে যাবেন। চাইলে আপনি এখান থেকে যাচাই করে নিতে পারেন। বিশেষ নিবন্ধন অপশনটিতে ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
প্রথমে আপনার ফোনের আইএমইআই(IMEI) নাম্বার, তারপর সংযুক্তির ধরন, এখানে আপনি কি সংযুক্তি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে সেইটার জন্য ফাইল সংযুক্ত করবেন। এখানে আপনি যেটা সিলেক্ট করবেন সেটার সংযুক্ত কপি দিবেন। ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে ডান পাশে জমা দিন অপশনটিতে তে ক্লিক করুন।
জমা দেয়ার পর বিটিআরসি আপনাকে জানিয়ে দেবে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা গেল কিনা।