জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন তথ্য যাচাই , Birth Certificate check online. Birth Certificate verify online
আমাদের প্রত্যেকের কিন্তু জন্ম নিবন্ধন সনদ আছে। আমাদের জন্ম নিবন্ধন সনদ টা যখন ইউনিয়ন পরিষদ থেকে দেয়, তখন এটা তারা অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে আমাদের দিয়েছে। সে অনলাইনে সঠিক তথ্য দিয়েছে কিনা, সেটা আমরা বাড়িতে বসেই যাচাই করতে পারব। এছাড়াও বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রয়োজন হয়, সেটা কিভাবে পাবেন, সেটা নিয়ে আলোচনা করা হবে। জন্ম নিবন্ধন যাচাই
আপনি আপনার মোবাইল ফোন থেকেই জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি পেয়ে যাবেন। আপনারা সার্চ ইঞ্জিনে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা এই লিঙ্ক থেকে ওয়েবসাইটে প্রবেশ করুন। https://everify.bdris.gov.bd
জন্ম নিবন্ধন যাচাই |
ওয়েবসাইটে প্রবেশ করার পর এমন একটি পেজ সামনে আসবে। এখানে Birth Registration Number অপশনে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং Date of Birth এর ওখানে জন্ম তারিখ দিবেন। জন্মতারিখ দেয়ার ক্ষেত্রে প্রথমে বছর তারপরে মাস এবং শেষে দিন দিবেন। পরের ম্যাথ অথবা ক্যাপচা টাইপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। তাহলে সামনের পর আপনার পুরো তথ্য চলে আসবে।