RS 537 drone review in bangla , সবচেয়ে কম বাজেটের 4k ড্রোন। Best drones for beginners

RS 537  ডুয়াল ক্যামেরা অপটিক্যাল ফ্লো কোয়াডকোপ্টার ভাঁজযোগ্য ড্রোন ।

RS-537 এটি সবচেয়ে কম বাজেটের 4k ড্রোন। এটিকে নতুনদের জন্য সেরা ড্রোন বলা যায়।

RS-537 ড্রোনটির রেজ্ঞ ১২০ -১৫০ মিটার। অর্থাৎ আপনি এটা চারিদিকে ১৫০ মিটার পর্যন্ত মুভ করাতে পারবেন। 

RS 537


RS-537 ড্রোনটিতে থাকছে দুইটা ক্যামেরা, যার একটি 4k রেজুলেশনের এবং অন্যটি 1080p রেজুলেশনের। 4k রেজুলেশনের ক্যামেরাটি থাকবে সামনে আর 1080p রেজুলেশনের ক্যমেরাটি থাকবে ড্রোনের ঠিক নিচে। ড্রোনটি নিয়ন্ত্রন করার জন্য ড্রোনের সাথেই থাকবে একটা রিমোট।

একবার সম্পুর্ন চার্জ দিয়ে ড্রোনটি ১০ - ১৫ মিনিট উড়াতে পারবেন। ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিতে ১২০ মিনিট সময় লাগে। ড্রোনের সঙ্গে যে ব্যাটারি থাকবে সেটা হাজার ১৮০০ মিলিয়ন অ্যাম্পিয়ারের‌।

 সামনে পেছনে ডানে বামে ৩৬০ ডিগ্রী উড়তে পারে। 

RS 537 drone


ড্রোনের পাখাগুলো ভাঁজ খোলা অবস্থায় এর আকৃতি ২৭×২৭×৪.৫ সেন্টিমিটার এবং ভাঁজ করা অবস্থায় এর আকৃতি ১৪×১৪×৪.৫ সেন্টিমিটার। 

ড্রোনটি নিচে ক্যামেরার সঙ্গে একটি সেন্সর থাকবে সেটি ল্যান্ডি করার সময় ড্রোনটার গতি নিয়ন্ত্রণ করবে।

ড্রোনটার দুইটা রং এ পাওয়া যায় সাদা এবং কালো।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন