হ্যাশট্যাগ কি? #Hashtag​ এর সঠিক ব্যবহার জানেন? What is # tag?

#হ্যাশট্যাগ বা পাউন্ড সাইনটা প্রথম ব্যাবহার হয় টুইটারে ২০০৭ সালের আগস্টের ১৩ তারিখ। ক্রিস মিসিনা নামের এক ব্যাক্তি প্রথম এটি উদ্ভব করেন।
 
Hashtag


হ্যাশট্যাগ যেভাবে কাজ করে,
হ্যাশট্যাগ দিয়ে কোনোকিছু লেখা হয় তাহলে সেটা নীল রং হয়ে যায়। এটা যে শুধু রং পরিবর্তন হয় তা নয়, এটা একটা লিংক হয়ে যায়। 

তখন যদি কেউ ওটাতে ক্লিক করে তাহলে ওই লিংকে যতগুলো পোস্ট করা হয়েছে সব দেখাবে, মানে হ্যাশট্যাগ দেওয়া পোস্ট গুলো দেখাবে। 
হ্যাশট্যাগ এ ক্লিক করলে সেই ট্যাগ ব্যবহার করে যতগুলো পোস্ট করা হয়েছে সবগুলো দেখাবে। এটা কিন্তু কোনো সার্চ নয়।

একই বিষয়ে সকল পোস্ট একসঙ্গে পাওয়ার জন্যই মূলত হ্যাশ ট্যাগ ব্যবহার করা হয়।

#hashtag



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন