ইন্টারনেট শব্দটি এসেছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক থেকে তাহলে বলা যায় ইন্টারনেট মানে হলো আন্তর্জাতিক নেটওয়ার্ক বা নেটওয়ার্কের নেটওয়ার্ক।ইন্টারনেটের মাধ্যমে তুমি বিশ্বের অন্য প্রান্তে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারো তত আহরণ করে তোমার কম্পিউটারে নিয়ে আসতে পারো।
Internet |
ইন্টারনেট হলো বিশ্বজুড়ে বৃস্তিত অসংখ্য নেটওয়ার্কে সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টারনেটওয়ার্ক বলা হয়। সংক্ষেপে যা অধিকাংশ সময় নেট নামে অভিহিত হয়ে থাকে।এক কথায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থাই ইন্টারনেট।
ইন্টারনেট এর উপাদান হল এর ব্যবহারকারী, তথ্য, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার প্রভৃতি। ১৯৬৯ সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ARPANET নামক প্রজেক্ট এর মাধ্যমে ইন্টারনেট এর পত্তন ঘটে। ১৯৯০ সালে আর্পানেট প্রজেক্ট বন্ধ হয়ে তা ইন্টারনেটে প্রতিস্থাপিত হয়। এর আগেই ১৯৮৯ সাল থেকে আইএসপি এর মাধ্যমে সাধারণের ইন্টারনেট ব্যবহারের সুযোগ উন্মোচিত হয়।বর্তমানে ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড হিসাবে অভিহিত করা হয় কেননা ইন্টারনেটের কারণেই আজ পৃথিবীর সকল মানুষ এক অদৃশ্য জালের মত নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত হয়ে শারীরিকভাবে যেকোনো দূরত্বে অবস্থান করেও ভার্চুয়ালি পরস্পরের সর্বাধিক কাছাকাছি থাকার সুবিধা উপভোগ করছে।ইন্টারনেট এখন আর টেলিফোন লাইন নির্ভর নয় বরং সমুদ্রের তলদেশ দিয়ে বৃষ্টিতো অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক মাইক্রোওয়েভ স্যাটেলাইট কমিউনিকেশন এর মাধ্যমে ক্ষমতা ও সম্ভাবনা এখন প্রায় অসীম।