You Tube village | ইউটিউব ভিলেজ | বাংলাদেশের প্রথম ইউটিউব গ্রাম | শিমুলিয়া গ্রাম

বাংলাদেশের প্রথম ইউটিউব গ্রাম (You Tube village), ইউটিউব ভিলেজে। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটি গ্রাম শিমুলিয়া। এই গ্রামটিই ইউটিউব ভিলেজে নামে পরিচিত। এই নামের পিছনে  রয়েছে একটি ইউটিউব  চ্যানেল। AroundMeBD নামের একটি ইউটিউব  চ্যানেলের হাত ধরেই মুলত গ্রামের নামকরন হয়েছে।


ইউটিউব পার্ক,ইউটিউব ভিলেজে,around me bd,শিমুলিয়া,শিমুলিয়া পার্ক,youtube park,youtube,village,youtube gram, ইউটিউব গ্রাম
You Tube village


চ্যানেলটিকে কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করা যাবে না। কখনো এরা রান্না করে, কখনো আবার বিভিন্ন খেলনা সামগ্রি বানিয়ে থাকে। তবে রান্না ঘরোয়া পরিবেশে এক দুই জনের জন্য রান্না হয় না, রান্না হয় পুরো গ্রামের লোকের জন্য। নীল আকাশের সবুজ মাঠের খোলা জায়গায় রান্না হয়। গ্রামের মহিলারা সবাই মিলে রান্না করে থাকে। 


ইউটিউব পার্ক,ইউটিউব ভিলেজে,around me bd,শিমুলিয়া,শিমুলিয়া পার্ক,youtube park,youtube,village,youtube gram, ইউটিউব গ্রাম
ইউটিউব ভিলেজে


এদের ধারন করা ভিডিও এর মধ্যে রয়েছে অভিনব উপায়ে গর্ত এবং স্রোতে মাছ ধরছেন এমন কিছু পুরুষ আছেন। তারপরে এখানে শিশুরা চারদিকে দৌড়াচ্ছে, হাতি, ঘোড়া এবং বাঁশের তৈরি অন্যান্য প্রাণীদের সাথে খেলছে এবং মজা করছে। তারপরে, পুরো এলাকাটি একটি রান্নাঘরে একত্রিত হয়েছে বলে মনে হয়। এই দৃশ্যগুলি সমস্ত ভিডিওতে ধারণ করা হয়েছে। ইউটিউব ভিলেজে


আরও জানুন - ইউটিউব পার্ক


ইউটিউব পার্ক,ইউটিউব ভিলেজে,around me bd,শিমুলিয়া,শিমুলিয়া পার্ক,youtube park,youtube,village,youtube gram, ইউটিউব গ্রাম
Uttar Shyampur

কিছু ক্যামেরাম্যান রয়েছে যারা সব কাজের ভিডিও ধারন করে থাকে। পরবর্তীতে ভিডিওগুলো ইউটিউবে আপলোড দেওয়া হয়। এভাবেই চলছে ইউটিউব ভিলেজের কাজ। তারা সবসময় একটা উৎসবমুখর পরিবেশে থাকে। একসঙ্গে কাজ করে আবার কাজ শেষে একসঙ্গে খাওয়া-দাওয়া করে। এভাবেই চলছে তাদের।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন