ভোরের শিশির শীতের আগমনের বাত্রা নিয়ে আসছে। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই চুপিচুপি শীতের আগমন। কার্তিকের মাঝামাঝি সময়ে শিশির নিয়ে এলো শীতের বার্ত। উত্তর থেকে আসছে শিরশিরে বাতাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে
![]() |
শরৎতের শিশির |
বর্তমানে পৃথিবীর আবহাওয়া এতোটাই বদলে গেছে যে প্রকৃতিও তার আচরণ পাল্টাতে শুরু করেছে। সকালে ঘাসের ওপর মুক্তোর মতো দেখা যাচ্ছে শিশিরের কণা। ভোরের প্রকৃতিতে হাত বাড়লেই ঠাণ্ডাঠাণ্ডা ভাব।
এ সময় শরৎতের বিশেষ ফুল শিউলি ফুল ফোটে। সারাদিন কিছু মনে না হলেও রাত বৃদ্ধির সাথে সাথে বেশ শীত অনুভব হয়। শীতের সঙ্গে সঙ্গে শিশির পরা বাড়তে থাকে। এ সময় কাশফুল ফুটে থাকে। শীতের স্বর্গীয় সৌন্দর্য ফুটে উঠছে মাঠে মাঠে।
![]() |
শরৎতের শিশির |
মাঠে ফসলের উপর পরে থাকে শিশির কনা। নগরজীবনে কার্তিকের চিরায়ত রূপের দেখা না মিললেও গ্রামে তা সৌন্দর্যের হাত মেলে ধরেছে।
গ্রামরের হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, টমেটো আরও কত কি।
শীতের সময় ভ্রমনপ্রেমিকরা বিভিন্ন জেলার ঘুরে বেড়িয়ে থাকেন।
nice writing
উত্তরমুছুন