ভোরের শিশির শীতের আগমনের বাত্রা নিয়ে আসছে। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই চুপিচুপি শীতের আগমন। কার্তিকের মাঝামাঝি সময়ে শিশির নিয়ে এলো শীতের বার্ত। উত্তর থেকে আসছে শিরশিরে বাতাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে
শরৎতের শিশির |
বর্তমানে পৃথিবীর আবহাওয়া এতোটাই বদলে গেছে যে প্রকৃতিও তার আচরণ পাল্টাতে শুরু করেছে। সকালে ঘাসের ওপর মুক্তোর মতো দেখা যাচ্ছে শিশিরের কণা। ভোরের প্রকৃতিতে হাত বাড়লেই ঠাণ্ডাঠাণ্ডা ভাব।
এ সময় শরৎতের বিশেষ ফুল শিউলি ফুল ফোটে। সারাদিন কিছু মনে না হলেও রাত বৃদ্ধির সাথে সাথে বেশ শীত অনুভব হয়। শীতের সঙ্গে সঙ্গে শিশির পরা বাড়তে থাকে। এ সময় কাশফুল ফুটে থাকে। শীতের স্বর্গীয় সৌন্দর্য ফুটে উঠছে মাঠে মাঠে।
শরৎতের শিশির |
মাঠে ফসলের উপর পরে থাকে শিশির কনা। নগরজীবনে কার্তিকের চিরায়ত রূপের দেখা না মিললেও গ্রামে তা সৌন্দর্যের হাত মেলে ধরেছে।
গ্রামরের হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, টমেটো আরও কত কি।
শীতের সময় ভ্রমনপ্রেমিকরা বিভিন্ন জেলার ঘুরে বেড়িয়ে থাকেন।
nice writing
উত্তরমুছুন