কেমন করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়



জিমেইল অ্যাকাউন্ট খুলতে আপনাকে প্রথমে https://accounts.google.com/signup/v2/webcreateaccount?hl=en&flowName=GlifWebSignIn&flowEntry=SignUp এই লিঙ্ক এ যেতে হবে। লিঙ্ক এ ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে।

এখানে আপনার সঠিক তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করুন। পূরণ হয়ে গেলে Next বাটন এ ক্লিক করুন। নতুন একটা পেজ ওপেন হবে।



ঘরগুলো পুনরায় পূরণ করুন। নাম্বার টি সঠিক প্রদান করবেন। আপনার নাম্বার এ একটা ম্যাসেজ যাবে। Next বাটনে ক্লিক করুন। আপনার ভেরিভিকেশন পিন যাবেন। কোড টি বসিয়ে দিন। আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন