উদ্ভিদ সরাসরি মাটি থেকে কোনো যৌগ শোষণ করে না


 

উদ্ভিদ যে সরাসরি মাটি থেকে কোনো যৌগ শোষণ করে না তা সহজভাবে বুঝবেন কিভাবে?

খুব টক এমন ছোটখাটো তেতুল গাছের গোড়ায় ফল হওয়ার মৌসুমে গর্ত কেটে তাতে কেজিখানেক চিনির দ্রবণ ঢেলে দিন। এরপর তেতুল হওয়ার পর খেয়ে পরীক্ষা করুন।

ঠিক কিভাবে উদ্ভিদ মাটি থেকে খণিজ লবণ শোষণ করে সে বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। এটা এখনো অপ্রমাণিত।

তবে উদ্ভিদ যে আয়নিত অবস্থায় প্রয়োজনীয় মৌলগুলো পরিশোষণ করে, তাতে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে পরিশোষিত মৌলগুলো দ্বারাই নিজের সুবিধামত যৌগ গঠন করে নেয়।

অর্থ্যাৎ তেতুল গাছের গোড়ায় চিনির দ্রবণ দিলে মাটিতে প্রয়োজনীয় মৌলের পরিমাণ বাড়ায় উদ্ভিদের একটু সুবিধাই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন