তেলাপিয়া মুখে ডিম ভরে রেখে দেয়

 


তেলাপিয়া ডিম দেয়ার পরেই স্ত্রী তেলাপিয়া মুখে ডিম ভরে রেখে ডিমে তা দেয়। ৭০-৯০ ঘন্টার মধ্যে ২৭-২৯ ডিগ্রী সেন্টিগ্রেডে ডিম ফুটে বাচ্চা বের হয়। ৬-১০ দিন বাচ্চাগুলোকে পেরেন্টাল কেয়ার দেয়। শত্রু দেখলে মুখের ভিতর ঢুকায়ে রাখে, এবং বাচ্চাকে শত্রুুর হাত থেকে রক্ষা করে।

তবে হ্যাচারীতে কৃত্রিম পদ্ধদিতে বাচ্চা ফুটানো হয়। ছবিতে তেলাপিয়ার মুখের ভিতর পরিপক্ক (হলুদ রং বিশিষ্ট) ডিম দেখুন, মৃদু প্রেসারে মুখকে হা করে ডিম সংগ্রহ করা হয়, হ্যাচারিতে বেসিনে/ট্রেতে পানিকে কৃত্রিম সারকুলেশন করে কয়েকদিন তা দেয়ার মাধ্যমে (ডিম পরিপক্কতার উপর সময় নির্ভর করে) বাচ্চা ফুটে বের হয়।

পরে পুকুরে লালন হাপাতে ২১ দিন ধরে হরমোন মিশ্রিত (মিথাইল টেস্টোসটারন) খাদ্য খাওয়ায়ে সব বাচ্চাকে মনোসেক্স তেলপিয়াতে রুপান্তর করা হয়। যাাতে পুকুরে ৩ মাস অন্তর অন্তর বাচ্চা দিয়ে (পুরুষ-স্ত্রী মিলে) পুকুর ভর্তি করে খাদ্য সংকট না হয় এবং পুকুরে প্রদেয় পরিমান মত খাদ্য শুধু নির্দিষ্ট সংখ্যাক মাছ খেয়ে গ্রোথ ভাল হয়। আজকালকার বাজারের সব তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন